সপ্তম বাজেট অধিবেশনে এবার দেশবাসীর জন্য আয়কর (Income Tax Saving) বাঁচানো নিয়ে বড় সুবিধার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman). এখন থেকে ৭.৭৫ লাখ আয় করেও কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না আয়কারি ব্যক্তিকে। তবে পুরো বিষয়টি কিভাবে সম্ভব সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া প্রয়োজন।
Income Tax Saving Tricks You Must to Know.
সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪- ২৫ এর পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা করছেন অর্থমন্ত্রী। কৃষি ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা এবং আয়কর বিষয়ক নানা পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে এই ব্যবস্থায়। নতুন আয়কর নিয়ম (Income Tax Rules) অনুযায়ী, বেতন বা স্যালারি হিসেবে প্রাপ্ত টাকার উপরে বছরে ৭৫,০০০ টাকা ক্লেইম করতে পারবেন। আর সেটাই হল স্ট্যান্ডার্ড ডিডাকশন (Standard Decuction).
৭ লক্ষ আয়ে কিভাবে কর বাঁচাবেন?
বকেয়া, অগ্রিম বেতন ইত্যাদির ওপর নির্ভর করেই স্ট্যান্ডার্ড ডিডাকশন ক্লেইম করা যায়। ২০১৮ সালের বাজেটে প্রথমবার স্ট্যান্ডার্ড ডিডাকশন চালু করা হয়েছিল। সেই সময় স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাধ্যমে বেতনভোগীরা বছরে ৪০০০০ টাকার কর ছাড়ের (Income Tax Rebate) সুযোগ নিতে পারতেন। তবে ২০১৯ সালের বাজেটেই বাড়িয়ে ৫০০০০ টাকা করা হয়। তারপরই আর কোনো পরিবর্তন হয়নি।
নতুন আয়কর ব্যবস্থায় ট্যাক্স বাঁচানোর উপায়
তবে আজ ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে সেটা বাড়িয়ে ৭৫০০০ টাকা করা হলো। ২০২৩ সালের বাজেটে, আয়কর আইনের ৮৭এ ধারায় (Income Tax Rule 87A) আওতায় নয়া আয়কর কাঠামো অনুযায়ী সর্বোচ্চ রিবেট বাড়িয়ে ২৫০০০ করা হয়েছিল। কিন্তু গতকাল কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটে নয়া আয়কর কাঠামো নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ইনকাম ট্যাক্স স্ট্যান্ডার্ড ডিডাকশন
যেখানে বলা হয়েছে কারও বার্ষিক আয় যদি ৭.৭৫ লাখ টাকা হয়, তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশনের আওতায় সেটি ৭৫০০০ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা নিতে পারবে। সেক্ষেত্রে করযোগ্য আয় ৭ লাখ টাকা হবে। নিট আয়করের অঙ্কটা তখন ০ হয়ে যাবে। বাজেট সূত্রে জানা গিয়েছে, এখন থেকে নতুন আয়কর কাঠামোয় (New Income Tax Regime) কর জমা দিলে, ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে।
অন্যদিকে, ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর দিতে হবে। শুধুমাত্র ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ০% আয়কর (Income Tax) দিতে হবে। প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে।
EPFO (Employees Provident Fund Organisation) অন্তর্ভুক্ত হওয়ার পর প্রত্যেক কর্মীকে এক মাসের বেতন এবং পিএফ এর টাকা দেবে কেন্দ্র। এছাড়াও ইন্টার্নশিপ স্কিম চালু করতে চলেছে কেন্দ্র। মাসে ৫০০০ টাকা দেওয়া ঘোষণাও করা হয়েছে (Income Tax). পাশাপাশি, মহিলা ক্ষমতায়নের জন্য কর্মরত মহিলাদের জন্য ওয়ার্কিং হস্টেল, বাচ্চাদের রেখে কর্মক্ষেত্রে আসার জন্য ক্রেশের ব্যবস্থা। এছাড়াও মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিতে চলেছে কেন্দ্র।Written by Sampriti Bose.