Krishak Bandhu: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2024

আমাদের অন্নদাতা কৃষক বন্ধুদের (Krishak Bandhu Farmers) জন্য বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). আমার সকলেই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছেন।

Krishak Bandhu Paddy Producement

আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের লাখ লাখ চাষি ভাইদের অনেক সুবিধা হয়েছে এবং এই সুবিধা আরও বৃদ্ধি করার জন্য দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন কৃষকরা খরিফ মরশুমের জন্য ধান কেনা শুরু করেছেন এবং ঘূর্ণিঝড়, বন্যা ও নিম্নচাপের জন্য চাষাবাদ খুবই ক্ষতি গ্রস্ত হয়েছে আর এই জন্য কৃষকদের ভালো পরিমাণ মাসুল গুনতে হচ্ছে।

কৃষক বন্ধু প্রকল্প ২০২৪

আর এই জন্য যেই ধান চাষ হয়েছে সেই ধানের মধ্যে অনেক ধান খারাপ বলে চাল কলের মালিকরা কম কিনতে পারে বলেই মনে করছেন হুগলীর চাষিরা। কিন্তু ধানের গুনমান কমে যাওয়ার জন্য অনেকেই এই নিয়ে চিন্তায় রয়েছেন। এখন ৩০ কুইন্টালের কাছাকাছি ধান Krishak Bandhu দের কাছ থেকে কেনা হয়েছে বলেই জানানো হয়েছে জেলা খাদ্য দফতরের তরফে।

তবে যাই হোক পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ১০০০০ টাকা পর্যন্ত টাকা দেওয়া হয়ে থাকে বছরের দুই বার করে। রবি এবং খারিফ মরশুমে দেওয়া হয়ে থাকে। আর এবারে এই খরিফ মরশুমের টাকা দেওয়া হবে এবং এই টাকা কখন এবং কিভাবে টাকা দেওয়া হবে আপনারা সেই সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।

রান্নার গ্যাস সিলিন্ডার এখন ফ্রিতে পাবেন! সরকারের বড় সিদ্ধান্ত

Krishak Bandhu প্রকল্পের মাধ্যমে কৃষকদের এই সাহায্য করার জন্য আখেরে সকল চাষি ভাইদের অনেক সুবিধা হতে চলেছে। আর আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও কিছু সুবিধা দেওয়া হয় কিনা সেই সম্পর্কে দেখার অপেক্ষা এখন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।