দেশের অসংখ্য চাকরিপ্রার্থীদের জন্য এসে গেল বিরাট সুখবর। এবার ভারতীয় জীবন বীমা নিগমে বড় নিয়োগের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। LIC Assistant Recruitment 2024 বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় জীবন বীমা নিগমের তরফে ৭০০০ পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মূলত LIC (Life Insurance Corporation of India) হল ভারত সরকারের (Government of India) নিয়ন্ত্রণাধীন দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি।
LIC Assistant Recruitment 2024.
প্রতি বছরই LIC এর পক্ষ থেকে প্রচুর সংখ্যক শূন্য পদে দেশের বিভিন্ন ছেলে মেয়েকে যোগ্য প্রশিক্ষণ দিয়ে নানা রকম কাজে নিয়োগ করা হয়। এবারও সেই কাজের ব্যতিক্রম হচ্ছে না। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকা যে কোনো ব্যক্তিই এখানে LIC Assistant Recruitment এর জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোপরি, কেন্দ্রীয় সরকারের অধীনে এই রকম ভালো বেতনে কাজের সুযোগ কেউই ছাড়তে চাইবেন না।
ভারতীয় জীবন বীমা নিগমে চাকরি
বর্তমানে দেশের সকল মানুষদের কাছে এলআইসি এর বিশ্বাসযোগ্যতা অনেকটাই। কারণ এই বীমা কোম্পানিতে (Life Insurance Company) অনেকেই নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করে থাকেন এবং সঠিক সময়ে সঠিক পরিমাণে রিটার্ন পেয়ে যান। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য এনে দিল ভালো সুযোগ। LIC Assistant পদে কর্মী নিয়োগের সম্পর্কে জানিয়েছে। এখানে ড্রাইভের মাধ্যমে মোট ৭০০০ জন কর্মীকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এলআইসি।
এলআইসি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের তথ্য
দেশজুড়ে এলআইসির বিভিন্ন অফিসে LIC Assistant নিয়োগ করা হবে কর্মীদের বিভিন্ন ধরনের কাজের জন্য। এলআইসির এই চাকরির (LIC Job) ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি হতে হবে, অন্যান্য যোগ্যতা কি লাগবে সে বিষয়ে জানতে গেলে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। এই জন্য সংস্থার পক্ষ থেকে ১ মার্চ ২০২৪ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের।
LIC Assistant Recruitment Documents 2024
1) রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার।
2) আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি
3) কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য অক্ষমতা সংক্রান্ত সার্টিফিকেট।
4) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণসমূহ।
5) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট ইত্যাদি।
6) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
7) আরও কিছু নথিপত্র চাওয়া হতে পারে।
LIC Assistant Online Apply
1) সর্ব প্রথম ইচ্ছুক প্রার্থীদেরকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এখানে হোমপেজের ওপর Career অপশনে ক্লিক করতে হবে।
3) এরপর নিয়োগের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি (LIC Assistant Recruitment Notification) দেখা যাবে।
4) পাশে Apply Now বাটন দেখা যাবে।
5) এখানে ক্লিক করে আবেদনের জন্য এগোতে হবে।
6) প্রথমে সঠিক তথ্য প্রদান করে আবেদন পত্র পূরণ করতে হবে।
7) এরপর প্রয়োজনীয় নথির স্ক্যানড কপি আপলোড করতে হবে।
8) আবেদন মূল্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, UPI এর মাধ্যমে জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
বাড়িতে বসে চাকরি দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ছেলে মেয়ে সবাই আবেদন যোগ্য
উল্লেখ্য, নিয়োগের বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে হবে আবেদনকারীকে। এক্ষেত্রে, আবেদন প্রক্রিয়া ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ জুন ২০২৪ পর্যন্ত। তাই আর দেরি না করে ইচ্ছুক ব্যক্তিদের অতি দ্রুত উক্ত পদ্ধতি অবলম্বন করে LIC Assistant পদে আবেদন করা উচিত।
Written by Sampriti Bose.