আমরা প্রত্যেকেই নিজেদের জীবন নিয়ে চিন্তিত থাকি, কিন্তু এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য LIC Dhan Varsha প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই স্কিমের মাধ্যমে একবার বেশি পরিমাণ টাকা জমা করে আজীবন নির্দিষ্ট টাকার রিটার্ন পাওয়া সম্ভব। এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান, মানে এই প্ল্যানে একবার টাকা জমিয়ে আপনারা আজীবন এই সুবিধা পাবেন। নন লিঙ্কড প্ল্যান হওয়ার জন্য আপনার টাকা কম শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে না। নন পার্টিসিপেটিং প্ল্যান এর জন্য কোম্পানির লস হোক বা প্রফিট আপনি আপনার টাকা সময় মতো ফেরত পেয়ে যাবেন। এই জন্য এই প্ল্যানটিকে সেভিংস লাইফ ইনস্যুরেন্স পলিসি বলা হয়েছে।
LIC Dhan Varsha পলিসিতে পেয়ে যান নিশ্চিত রিটার্ন।
আজ থেকে ৬৬ বছর আগে ১ লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের সকল শ্রেণির মানুষের জীবন বীমা করার উদ্দেশ্য নিয়ে এই সংস্থার গঠন করা হয়েছিল। এক সরকারী পরিসংখ্যান অনুসারে বর্তমানে LIC র গ্রাহক সংখ্যা আমাদের দেশে ২৯ কোটির কাছাকাছি। এই বিপুল সংখ্যক গ্রাহকদের জন্য এল আই সির পক্ষ থেকে এই LIC Dhan Varsha পলিসি নিয়ে আসা হয়েছে। এই পলিসির মাধ্যমে আপনি প্রায় ১০ গুন পর্যন্ত প্রিমিয়ামের ওপরে রিটার্ন পেতে পারেন।
LIC Dhan Varsha পলিসিতে আবেদনের যোগ্যতা ও সুবিধাঃ-
১) ৩ – ৬০ বছর বয়স পর্যন্ত এই পলিসিতে নিজের নাম নথিভুক্ত করা যাবে।
২) ৩ বছর বয়সে আবেদন করলে ১৫ বছর ও ৮ বছর বয়সে আবেদন করলে ১০ বছরের জন্য এই পলিসি নেওয়া যাবে।
৩) ১৮ বছর বয়স হলে পলিসি হোল্ডারকে এই আসল ও সুদ মিলিয়ে সকল টাকা দিয়ে দেওয়া হবে।
৪) সর্বোচ্চ ৭৫ বছর বয়স নির্ধারিত করা হয়েছে রিটার্ন পাওয়ার জন্য।
৫) ১০ – ১৫ বছরের জন্য আপনাকে এই পলিসি নিতে হবে।
৬) মিনিমাম ১ লক্ষ ২৫ হাজার টাকা জমা করা যাবে।
LIC Dhan Varsha পলিসি নিয়ে আরও কিছু তথ্য।
৭) এছাড়াও সর্বোচ্চ কোন টাকা জমা দেওয়ার লিমিট নেই।
৮) পলিসি হোল্ডারের মৃত্যু ঘটলে তার নমিনিকে এই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
৯) আপনি একবারে বা ভাগে ভাগে এই টাকা নিতে পারবেন।
১০) LIC Dhan Varsha পলিসির রিটার্ন পাওয়ার জন্য আপনি বার্ষিক, ছয় মাস অন্তর, তিন মাস অন্তর বা প্রতিমাসে এই সুবিধা নিতে পারবেন।
Save Income Tax – ইনকাম ট্যাক্স বাঁচানোর 5টি সহজ উপায়, আয়কর ও বাঁচবে, টাকাও বাড়বে।
১১) দুই ধরণের পদ্ধতিতে আপনারা এই পলিসিতে টাকা জমা করতে পারবেন।
১২) ৭.৫% হারে রিটার্ন পাওয়া সম্ভব, এই সুদের হার সময়ে সময়ে পরিবর্তন হতে পারে।
১৩) তিনমাস পর থেকে এই পলিসিতে আপনারা ঋণ নিতে পারবেন।
LIC Dhan Varsha পলিসিতে আপনারা কিভাবে আবেদন করবেনঃ-
১) এই পলিসি আপনারা অনলাইন বা অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
২) এই জন্য আপনারা নিজেদের কোন পরিচিত LIC প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন।
৩) এছাড়াও www.licindia.in এই ওয়েবসাইটে যেতে পারেন।
৪) নিজের এলাকার কোন নিকটবর্তী এল আই সির অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
LIC Dhan Varsha প্ল্যান নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।
Public Provident Fund – অ্যাকাউন্টে 7.1% থেকে সুদের হার বেড়ে কত হচ্ছে? বিশদে জানুন।