আমরা প্রত্যেকেই নিজেদের অবসর জীবন নিয়ে চিন্তিত থাকি, কিন্তু এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য LIC Jeevan Shanti প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই স্কিমের মাধ্যমে একবার বেশি পরিমাণ টাকা জমা করে আজীবন প্রতিমাসে নির্দিষ্ট টাকার রিটার্ন পাওয়া সম্ভব। এটি পলিসি হোল্ডারকে নিজের নাম নথিভুক্ত করার আগে ঠিক করে নিতে হবে। ২০২৩ থেকে এই পলিসিতে সুদ বৃদ্ধি করা হয়েছে। আগের তুলনাতে এই স্কিমে টাকা রেখে বেশি লাভবান হতে পারেন আপনি।
LIC Jeevan Shanti পলিসিতে প্রতিমাসে নির্দিষ্ট রিটার্ন পান।
কাজ থেকে অবসর নেওয়ার পর আমাদের আয় বন্ধ হয়ে যায়, কিন্তু ব্যয় বন্ধ হয়না। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আগে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকের আলোচনাতে আমরা LIC Jeevan Shanti প্ল্যান নিয়ে আলোচনা করতে চলেছি। এই পলিসিতে নিজের নামে বা জয়েন্টে অ্যাকাউণ্ট খোলা সম্ভব। জয়েন্টে এই পলিসি নিলে অ্যাকাউণ্ট হোল্ডারদের মৃত্যুর পরে তার উত্তরসুরি এই সুবিধা পাবে।
পুরনো এই 20 টাকার নোট ঘরে থাকলে সুবর্ণ সুযোগ, সঠিক জায়গায় বিক্রি করে লাখ টাকা রোজগার করুন।
LIC Jeevan Shanti পলিসির কিছু তথ্যঃ-
১) ৩০ থেকে ৭৯ বছর বয়সের মধ্যে সকলে এই পলিসিতে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে।
২) নুন্যতম ১.৫০ লক্ষ টাকা দিয়ে আপনি বিনিয়োগ করতে বলল।
৩) ১.৫০ লক্ষের বেশি যত ইচ্ছে আপনি বিনিয়োগ করতে পারবেন।
৪) এই পলিসি অনুসারে আপনি প্রতিমাসে, ৩ মাস, ৬ মাস বা এক বছরে পেনশন নিতে পারবেন।
৫) ১.৫ লক্ষ বিনিয়োগ করলে আপনি প্রতিমাসে ১ হাজার টাকা করে পেনশন পাবেন।
৬) ১ বছর থেকে ১২ বছর পর্যন্ত এই পলিসিতে আপনাকে টাকা জমা রাখতে হবে।
৭) ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে ৫ বছর পর থেকে ৯% বেশি রিটার্ন পাওয়া সম্ভব।
LIC Jeevan Shanti পলিসিতে কারা আবেদন করতে পারবেঃ-
১) যে কোন ভারতীয় এই পলিসিতে আবেদন করতে পারবে।
২) আধার কার্ড ও প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
৩) অনলাইন বা LIC র কোন প্রতিনিধির কাছ থেকে আপনি এই পলিসিটি কিনতে পারেন।
LIC Jeevan Shanti কতো টাকা রিটার্ন পেতে পারেনঃ-
১) ৫ লক্ষ টাকার বেশি টাকা দিয়ে পলিসি কিনলে আপনি বেশি পরিমাণে রিটার্ন পাবেন।
২) ৫ – ১০ লক্ষ পর্যন্ত ১.৫০%।
৩) ১০ – ২৫ লক্ষ টাকাতে ২.১০%।
৪) ২৫ – ৫০ লক্ষের ক্ষেত্রে ২.৪৫%।
৫) ৫০ – ১ কোটিতে ২.৬০% ও তার বেশি টাকার ক্ষেত্রে ২.৭০% রিটার্ন পাওয়া যাবে।
৬) সময়ের সাথে এই সুদের হারের পরিবর্তন সম্ভব। ২০২৩ সাল থেকে এই সকল সুদের হারে পরিবর্তন করা হয়েছে।
Gold Price Drop – পশ্চিমবঙ্গে টানা 5 দিন সোনার দামে মহা পতন, কবে সবচেয়ে কম থাকবে, জেনে নিন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।