আমাদের দেশের অধিকাংশ মধ্যবিত্ত মানুষ নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগ (LIC) করার ক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি খেয়াল রাখেন সে গুলি হল তাদের অর্থ নিরাপদ থাকবে কিনা আর অন্যটি হলো মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে কিনা। আর এসব সাধারন মানুষদের কথা ভেবে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) একাধিক বীমা চালু করে রেখেছে।
LIC Introduce 4 New Policy for Customers.
এই LIC তে যে কোনো বয়সের মানুষের জন্যই রয়েছে আলাদা আলাদা স্কিম বা প্রকল্প। এবার এলআইসি ভারতীয় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরো চারটি নতুন প্ল্যান। সরকারি ভাবে পরিচালিত ভারতের সর্ববৃহৎ এই জীবন বীমা সংস্থাটি দীর্ঘদিন ধরেই গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান পরিচালনা করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উপযোগী নানা ধরনের বীমা পরিষেবা এলআইসি প্রদান করে থাকে।
ভারতীয় জীবন বীমা নিগমের নতুন পলিসি
তাদের সেই বীমা গুলির তালিকায় এবার সংযুক্ত হল নতুন চারটি পরিকল্পনা। এলআইসির নতুন বীমা পলিসি গুলিতে আবার গ্রাহকরা পাঁচ কোটি টাকা পর্যন্ত বীমার (LIC Insurance) সুবিধাও পেতে পারেন। আর এই কারণের জন্যই আপনারা আগের থেকে এই সকল জিনিস জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই পলিসি গুলোর সুবিধা অর্জন করতে পারবেন।
LIC New Policy Name
- এলআইসির যুব টার্ম।
- এলআইসির ডিজি টার্ম।
- এলআইসির যুব ক্রেডিট লাইফ।
- এলআইসির ডিজি ক্রেডিট লাইফ।
উল্লেখ্য, LIC-র এই নতুন যুব টার্ম পরিকল্পনাটি লঞ্চ হয়েছে শুধুমাত্র অফলাইন এজেন্ট সার্ভিস গ্রহণ করার জন্য। অন্যদিকে, ডিজি টার্ম পাওয়া যাবে শুধুমাত্র অনলাইন ওয়েবসাইট পরিষেবার মাধ্যমে। দেশের সম্প্রদায়ের জন্য মূলত এই পরিকল্পনাবলী চালু করেছে এলআইসি। এছাড়াও বিভিন্ন ঋণের দায় লাঘব করার জন্যও এই বীমা পরিকল্পনাটি বিশেষ গুরুত্বপূর্ণ।
এলআইসির যুব টার্ম ও এলআইসির ডিজি টার্মের বিশেষত্ব
1) এই গুলি নন পার, নন লিংকড, ব্যক্তিগত ও পিওর রিস্ক প্ল্যান।
2) এই পরিকল্পনা গুলোর মাধ্যমে মৃত্যু পরবর্তীকালীন সুবিধাও পাওয়া যায়।
3) সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সী ব্যক্তিরা এই পরিকল্পনা গুলি গ্রহণ করতে পারেন।
4) এই বীমা পরিকল্পনা ম্যাচিউরিটির সময়সীমা হল সর্বনিম্ন ৩৩ বছর থেকে সর্বোচ্চ ৭৫ বছর পর্যন্ত।
5) এই বীমা পরিকল্পনা গুলি থেকে উচ্চ অংকের ডিসকাউন্ট এর সুবিধা পাওয়া যায়।
6) মহিলা গ্রাহকদের ক্ষেত্রে প্রিমিয়ামের অংক কিছুটা কম থাকে।
7) নিয়মিত এবং লিমিটেড প্রিমিয়াম এর ক্ষেত্রে বীমা গ্রাহকের মৃত্যু হলে বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ বা মোট প্রিমিয়ামের ১০৫% রিটার্ন পাওয়া যায়। একক প্রিমিয়াম এর ক্ষেত্রে এই পরিমাণটি হয় ১২৫%।
8) এই দুটি প্ল্যানে ন্যূনতম বেসিক সাম অ্যাসিওর হল ৫০,০০,০০০ টাকা। কেস টু কেস ভিত্তিতে পাঁচ কোটি টাকার উর্ধ্বে বীমা পরিকল্পনার ক্ষেত্রে বেসিক অ্যাসিওরড বিবেচনা করা হয়।
এলআইসির যুব ক্রেডিট লাইফ ও এলআইসির ডিজি ক্রেডিট লাইফের বিশেষত্ব
1) LIC-র যুব ক্রেডিট লাইফ ও ডিজি ক্রেডিট লাইফ হল একটি নন পার, নন লিঙ্কড, জীবন, ব্যক্তিগত, পিউর ঝুঁকিপূর্ণ পরিকল্পনা।
2) পলিসি দুটি গ্রহণ করার সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
3) সর্বনিম্ন ২৩ বছর বয়স থেকে সর্বোচ্চ ৭৫ বছর বয়স পর্যন্ত এগুলি ম্যাচিওর হয়।
4) এই দুই প্ল্যানের ক্ষেত্রে ন্যূনতম বেসিক সাম অ্যাসুরড টাকা ৫০০০০০০ টাকা।
5) এই দুটি প্ল্যানেও মোটা অঙ্কের ডিসকাউন্ট পাওয়া যায় এবং প্রিমিয়াম এর ক্ষেত্রে মহিলারা কিছুটা ছাড় পান।Written by Sampriti Bose.