দেশের অসংখ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য এসে গেল বিরাট সুখবর (LIC Recruitment). ভারতীয় জীবন বীমা তথা এলআইসি সংস্থার তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মহিলা ও পুরুষ উভয়েই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী চাকরি প্রার্থীরা এই সংস্থায় সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে পারেন। ভারতীয় জীবন বীমার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে যে যে বিষয় গুলি জানানো হয়েছে।
LIC Recruitment 2024 Online Apply Process.
আর দেশের সকলেই এই ভারতীয় জীবন বীমা নিগম সম্পর্কে জানেন। আর এই কারণের জন্য অনেকেই এই LIC Recruitment বা এলআইসিতে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক। আর এই কারণের জন্যই এবারে আরও বিস্তারিত তথ্যের মাধ্যমে জানিয়ে দিতে চলেছি। আর আপনারা সকল তথ্য বিস্তারিত জেনে নিয়ে তবেই এই আবেদন করবেন।
LIC Recruitment Vacancy Age Salary & Recruitment Process
সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে ডিপিও পদে করা হবে কর্মী নিয়োগ। এলআইসি সংস্থায় সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এলআইসি সংস্থায় সংশ্লিষ্ট পদে চাকরির প্রার্থীরা নিয়োগের (LIC Recruitment) পর উক্ত সংস্থার বেতন কাঠামো অনুসারে নির্ধারিত বেতন পাবেন। ভারতীয় জীবন বীমা সংস্থায় সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।
LIC Recruitment Apply Important Documents
১) আবেদনকারীর আধার কার্ড (Aadhaar Card).
২) ভোটার কার্ড (Voter ID Card).
৩) জন্মের শংসাপত্র (Birth Certificate).
৪) বয়সের প্রমাণপত্র।
৫) এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
৬) শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।
৭) জাতিগত শংসাপত্র আরও অন্যান্য নথিপত্র।
LIC Recruitment Apply Education Qualification
আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনো বিশ্ব বিদ্যালয় থেকে BE বা MBA ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে ডিজিটাল ট্রান্সফরমেশনে কমপক্ষে ৩ বছরের সাম্প্রতিক অভিজ্ঞতা সহ ৩ থেকে ৮ বছরের যোগ্যতার এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, UX/UI, UAT, CI/CD, Infosec, CUG, এবং অপ্টি মাইজেশন ইত্যাদি সহ SDLC বিষয়ে পারদর্শী হতে হবে।
LIC Recruitment Online Apply Process
১) আপনাকে প্রথমে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর আবেদন লিংকে ক্লিক করতে হবে।
৩) এরপর নির্ধারিত তথ্য গুলির সঠিকভাবে দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
৪) এরপর প্রয়োজনীয় নথি গুলি আপলোড করতে হবে।
৫) এরপর আবেদন মুল্য জমা করে অন্যান্য তথ্য গুলি সঠিক কিনা তা যাচাই করে ফর্মটি সাবমিট করতে হবে।
৬) এরপর প্রমাণস্বরূপ আবেদনের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে।
1লা এপ্রিল থেকে কত টাকা তুলতে পারবেন ব্যাংক একাউন্ট থেকে? এখনই জেনে নিন।
LIC Recruitment Apply Last Date
আগ্রহী আবেদনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য ৮ এপ্রিল ২০২৪ অবধি আবেদন করতে পারবেন। তাই আর দেরি না করে অতি শীঘ্রই ইচ্ছুক ব্যক্তিদের উক্ত পদ্ধতি অবলম্বন করে ভারতীয় জীবন বীমার ডিপিও পদে চাকরির জন্য আবেদন করা উচিত। আর তাহলে কি আপনারা এই কাজের জন্য আবেদন করতে চাইছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Sampriti Bose.
নতুন করে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ।