লোকসভা নির্বাচনের আগেই এবার দেশজুড়ে যেন শুরু হয়ে গেল মোদী ম্যাজিক। কারণ LIC Share Price বা ভারতীয় জীবন বীমা নিগমের শেয়ারে বড় পরিবর্তন লক্ষ করা গেল। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম তুলে ধরতেই একলাফে অনেক বেড়ে গেল LIC র শেয়ার (LIC Share Price). এক বড়ো নজির গড়ল জীবন বিমা নিগম। LIC অর্থাৎ Life Insurance Corporation Of India.
LIC Share Price Hike News For Investors.
বর্তমানে দেশে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা LIC র পলিসিতে টাকা বিনিয়োগ করে থাকেন। তবে, চারিদিকে বিভিন্ন চিটফান্ড গড়ে ওঠায় অনেক ক্ষেত্রেই মানুষ LIC তেও টাকা বিনিয়োগের বিষয়ে সন্দিহান ছিলেন। আর, এরফল স্বরূপ LIC Share Price ফলাফল খুব আশানুরূপ কিছুই ছিল না। কিন্তু, এরপর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় LIC র উল্লেখ করে বলন, বিরোধীরা LIC র সম্পর্কে গুজব ছড়ালেও আজ এর শেয়ার রেকর্ড (LIC Share Price) উচ্চতায় ব্যবসা করছে।
আর মোদীজি একথা বলার পর থেকেই এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে। শুধু তাই নয়, তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলের LIC Share Price ট্রেডিংয়ে ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৫২ সপ্তাহের উচ্চ স্তরে পৌঁছে যায়। উল্লেখ্য যে, ওই সংস্থার পারফরম্যান্স নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের পরেরদিনই প্রথমবারের মতো LIC র মার্কেট ক্যাপ প্রায় ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
মূলত চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে, LIC র নেট মুনাফা ৪৯ শতাংশ বেড়ে ৯৪৪৪ কোটি টাকা হয়েছে। যা গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ছিল ৬৩৩৪ কোটি টাকা। অপরদিকে, এই ত্রৈমাসিকে LIC র মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ২১২৪৪৭ কোটি টাকা। যা গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ১৯৬৮৯১ কোটি টাকা ছিল। কিন্তু এরপর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার (LIC Share Price) এবার ৬ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ার ফলে।
এর মার্কেট ক্যাপ (LIC Market Cap) ৬.৯৯ লক্ষ কোটি টাকায় পৌঁছে যায় এবং এইভাবেই LIC দেশের পঞ্চম সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে। মূলত, মার্কেট ক্যাপের পরিপ্রেক্ষিতে LIC, SBI কে ছাড়িয়ে দেশের পঞ্চম সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে বিবেচিত হয়েছে। উল্লেখ্য, ১৯৬৪০৪৪.৯৪ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি (Most Valuable Company).
এর পরে ১৫১৩২১৮.৯৯ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তৃতীয়তে ১০৫৬১৫০.৫১ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ রয়েছে HDFC Bank, চতুর্থতে ৭০২৭৫৪.৬৬ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ রয়েছে Infosys এবং তারপরে ৬৯৯৭০২.৮৭ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ পঞ্চমে রয়েছে LIC রয়েছে পঞ্চম (LIC Share Price).
আপনার টাকার দরকার আছে? আধার কার্ড থাকলেই পাবেন। নতুন স্কিম মোদী সরকারের।
মূলত মার্কেট ক্যাপ অনুসারে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে পেছনে ফেলে গত মাসে দেশের সবচেয়ে মূল্যবান PSU কোম্পানি হয়ে উঠেছে LIC. এদিকে BSE (Bombay Stock Exchange) তে গত শুক্রবার ট্রেডিংয়ের শেষে LIC র শেয়ার ২.৩০ শতাংশ পতনের সাথে ১০৮০.৮৫ টাকায় দাঁড়িয়েছে অর্থাৎ সব মিলিয়ে মোদীজি ঘোষণার পর LIC Share Price অনেকটা বেড়েছে এটি বলাই যায়।
Written by Sampriti Bose.
আধার কার্ডের বদলে সকলকেই করতে হচ্ছে এই কার্ড। নইলে সরকারি সুবিধা পাবেন না।