বর্তমানে চাকরি পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে। রাজ্যে প্রায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। এই জন্য Business Idea বা ব্যবসার আইডিয়া সম্পর্কে জানার ইচ্ছা সকলের মনে রয়েছে। এমতাবস্থায় সঠিক চাকরির অভাবে অনেকেই এখন ব্যবসার (Small Business) দিকে ঝুঁকছেন। অনেকে নতুন ব্যবসা করতে শুরু করেছেন। কিন্তু সেই ব্যবসাটিকে ঠিক মতো দাঁড় করানোর জন্য যে পুঁজি দরকার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটি তাদের কাছে নেই।
New Business Idea Start with Help of SME MSME Loan.
আবার কেউ কেউ হয়তো কোনো ছোটো খাটো ব্যাবসা করতে চান, কিন্তু যথেষ্ট মূলধনের অভাবে আর তা শুরু করে উঠতে পারেননি। তবে, অনেকেই হয়তো জানেন এমন ৪ টি বিশেষ ব্যবসা (Business Idea 2024) রয়েছে যে গুলি গ্রাহকেরা মাত্র ৫০০০ টাকা মূলধনেই শুরু করতে পারবেন। তাছাড়া, তিনি ব্যবসা করার জন্য কেন্দ্রীয় সরকারের থেকে পেতে পারেন সাহায্যও।
দুর্গাপুজোর আগে সেরা ব্যবসার আইডিয়া
আর পশ্চিমবঙ্গে কিছু দিনের মধ্যেই বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো (Durga Puja 2024) শুরু হতে চলেছে। আরেই পুজোর সময় এই সকল জিনিসের চাহিদা অনেতাই বেশি থাকে। তাই আপনারা এখন থেকেই এই ব্যবসা (Business Idea) গুলির মধ্যে যে কোন একটা শুরু করে দিলে আখেরে লাভ আপনারই হতে চলেছে। এই সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত জানি দিতে চলেছি।
পানীয় জল সাপ্লাই
বিভিন্ন অফিস থেকে শুরু করে ছোটো বড় সমস্ত দোকানে পানীয় জলের প্রয়োজন হয়। বর্তমানে এই সব জায়গা গুলিতে ২০ লিটার পানীয় জলের বোতলের চাহিদা প্রচুর বেড়েছে। তাই কেউ চাইলে পানীয় জলের সাপ্লায়ার (Water Supply Business Idea 2024) হয়ে হাফ লিটার থেকে শুরু করে ২০ লিটারের পানীয় জলের বোতল সাপ্লাই দিতে পারেন।
এর জন্য প্রথমে তিনি ৪০০০ থেকে ৫০০০ টাকা পুঁজি নিয়েই এই ব্যবসা (Small Investment Business Idea) শুরু করতে পারেন। আর তিনি যদি কোনো বড় অনুষ্ঠান বা ইভেন্টের জল সাপ্লাই এর অর্ডার পেয়ে যান তাহলে একবারে মোটা টাকা আয় করতে পারবেন। আর দুর্গা পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠান চারিপাশে হওয়ার জন্য এই জলের ডিমান্ড খুব থাকে।
ধুপ কাঠির ব্যবসা
কোনো ব্যক্তি ৫০০০ টাকায় হয়তো ধুপ কাঠি বানানোর মাসেইন কিনতে পারবেন না। তবে তিনি কোনো হোলসেল দোকানে গিয়ে ধুপ কাঠির জন্য প্রয়োজনীয় কাঁচামাল কিনতে পারবেন। বাজারে এই রকম ধুপ কাঠি হোলসেলে পাওয়া যায় যে গুলিতে কোনো গন্ধ নেই (Business Idea 2024). তিনি ওই গুলি কিনে তাতে ধুপ কাঠিতে দেওয়া সুগন্ধ স্প্রে বা তেল দিয়ে প্যাকেজিং করে বিক্রি করতে পারবেন।
এই ব্যাবসারর মেটেরিয়াল তিনি খুব সস্তায় পাবেন, তাই এতে ভালো লাভ রেখে বিক্রি করতে পারবেন (Incense Stick Business Idea) আর, বিক্রির জন্য তিনি প্রথমে নিজের এলাকার দোকান গুলিতে এটিকে বিক্রি করতে পারেন। দুর্গা পুজোর আগে এই ধুপকাঠি বিক্রি করে আপনারা ভালো অঙ্কের টাকা মুনাফা ঘরের তুলতে পারবেন।
LED লাইট তৈরির ব্যবসা
বর্তমানে LED লাইট এর চাহিদা প্রচুর এবং এই চাহিদা ভবিষ্যতেও থাকবে। তাই ইচ্ছুক ব্যক্তিরা LED লাইট তৈরি করে বিক্রি করতে পারেন। একটি ছোট LED লাইট তৈরির মেশিন কিনতেও তার ১০০০০ টাকার বেশি খরচ হবে। তবে তিনি প্রথমে পাইকারি দোকান থেকে ৪০০০ – ৫০০০ টাকার লাইট কিনে বিক্রি করতে পারেন। এরপর যখন তার বিক্রির পরিমান বাড়বে তখন LED লাইট তৈরির মেশিন কিনে নিজে বা লোক রেখে তৈরি পারেন (LED Light Manufacturing Business Idea).
চায়ের ভাঁড় বিক্রি
চায়ের ভাঁড় এর চাহিদা মেটানো খুবই মুশকিল। এটি পরিবেশের কোনো ক্ষতি করে না বলে এর এতো চাহিদা। ইচ্ছুক ব্যক্তি তার নিজের এলাকার কুমোর পাড়ায় গিয়ে এটির সন্ধান করতে পারবেন এবং সেখান থেকে কিনে চা দোকানে বিক্রি করতে পারেন। এই ব্যবসা (Tea Selling Business Idea) তিনি ৫০০০ টাকা পুঁজিতে খুব সহজেই শুরু করতে পারবেন।
উল্লেখিত ব্যবসা গুলি শুরু করার জন্য কোনো ব্যক্তির কাছে যদি যথেষ্ট পুঁজি না থাকে, তাহলে সরকার থেকে লোন (Business Loan) নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ছোট ব্যবসায়ীদের জন্য একাধিক স্কিম চালু করেছেন। ব্যবসা করার জন্য অনেকেই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) অধীনে লোন দিয়ে থাকে। আবার তিনি প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SVANidhi Scheme) এর অধীনেও ব্যাবসার জন্য লোন নিতে পারেন।
50000 টাকার ঋণ দিচ্ছে সরকার বিনা গ্যারান্টিতে! আবেদন করুন সহজ পদ্ধতিতে
সরকারি লোনের (Government Loan for Business) একটি সুবিধা হলো, এতে তিনি লোনের সুদের উপর ভর্তুকি পাবেন। আর এভাবেই গ্রাহক স্বল্প মূলধনে ব্যবসা (Business Idea) শুরু করে প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন ভবিষ্যতে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Sampriti Bose.