আজ অর্থাৎ ১লা আগস্ট সকলেই চিন্তায় ছিলেন যে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) এবারে বাড়বে নাকি কমবে? মূলত বিগত বেশ কিছু দিন ধরে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির (LPG Gas Price Hike) ফলে কেন্দ্রীয় সরকারের (Government of India) বিরুদ্ধে সরব হয়েছিল দেশের সাধারণ জনগণ থেকে প্রায় সমস্ত রাজনৈতিক দল গুলি। কিন্তু, এরপর গত বছর রাখি বন্ধন উৎসবের সময় রান্নার গ্যাসের দাম (Liquefied Petroleum Gas Price) কমিয়েছিল কেন্দ্রীয় সরকার।
LPG Cylinder Price Hike in Kolkata New Delhi Mumbai Chennai Check Latest Price Now.
এর ফলে, অনেকটাই খুশি হয়েছিলেন দেশের সকল সাধারন মানুষ। তবে, এরপর লোকসভা নির্বাচনের পর ফের একবার বাড়লো রান্নার গ্যাসের দাম। আগস্ট মাসের শুরুতে আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) আরও বেশি হয়ে গেল। স্বস্তির বিষয়, এতে ঘরোয়া ব্যবহারের জন্য এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি।
রান্নার গ্যাসের দাম বাড়ল
সরকারি তেল সংস্থা গুলির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, আজ থেকে দেশের বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৮ – ৯ টাকা বাড়ানো হয়েছে। তবে, এই বৃদ্ধি শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Cylinder Price) জন্য বেড়েছে। এবারও ঘরোয়া ব্যবহারের জন্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
১৯ কেজি রান্নার গ্যাসের দাম বাড়ল
আজ থেকে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬.৫০ টাকা থেকে বেড়ে ১৬৫২.৫০ টাকা হয়েছে। জুলাই মাসের শুরুতে দাম ১৯ টাকা থেকে কমিয়ে ১৬৪৬ টাকায় নেমে এসেছিল। একই ভাবে, কলকাতায় আজ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ১৭৬৪.৫০ টাকায় পাওয়া যাবে (LPG Cylinder Price). কলকাতায় দাম বেড়েছে ৮.৫০ টাকা। মুম্বাইয়ের মানুষকে এখন এই বড় সিলিন্ডারের জন্য ১৬০৫ টাকা দিতে হবে, যেখানে চেন্নাইতে এর দাম এখন ১৮১৭ টাকা হয়েছে।
এর আগে টানা চার মাস ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হচ্ছিল। গত মাসে অর্থাৎ ১ জুলাই থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৩০ টাকা কমানো হয়েছে। জুন মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) কমানো হয়েছে। ১ মে থেকে ১৯ টাকা কমেছে। এপ্রিলের আগে টানা তিন মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছিল।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস
গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল মার্চ মাসে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী দিবস উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর (LPG Cylinder Price Reduce) ঘোষণা করেছিলেন। তার একদিন আগে ৭ মার্চ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেও সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছিল মোদি সরকার। তারপরে মন্ত্রিসভা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছিল।
পশ্চিমবঙ্গে কোন কার্ডে কত কিলো রেশন সামগ্রী পাবেন আগস্টে? মাসের শুরুতেই জানুন
১৪ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত
তারপর থেকে ১৪ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি অর্থাৎ প্রায় ৫ মাস ধরে ঘরোয়া ব্যবহারের জন্য সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। অন্য দিকে প্রায় প্রতি মাসে বদলেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। যদিও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির (LPG Cylinder Price) প্রভাব এখনই পড়ছে না আম জনতার হেঁসেলে। তবে বাড়তে পারে হোটেল রেস্তরাঁর খাবারের দাম। আর এটিই সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
Written by Sampriti Bose