স্বস্তির খবর গরীব ও মধ্যবিত্তের জন্য। মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম বা LPG Gas Price নিয়ে দারুণ খবর শোনা গেল। বর্তমানে দেশের সকল মানুষদের মূল চিন্তার মধ্যে অন্যতম হল এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি (LPG Gas). ইতিমধ্যেই দেশে আবহাওয়ার খাম খেয়ালির জন্য সবজি থেকে শুরু করে সকল ধরণের খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি (Food Price Hike) পেয়েছে অনেকটাই। কিন্তু এবারে এই রান্নার গ্যাসের দাম কমা (Liquefied Petroleum Gas) নিয়ে খবর পাওয়া গেল।
LPG Gas Price Cut 30 Rupees on July 2024.
প্রত্যেক মাসের ১ তারিখে দেশের সকল রাষ্ট্রায়ত্ত কোম্পানি গুলোর তরফ থেকে নতুন দাম (LPG Gas Price) আপডেট করা হয়েছে। আর এবারে ৩০ টাকা দাম কমলো গ্যাসের। লোকসভা নির্বাচনের পর তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গড়েছেন নরেন্দ্র মোদী। ভোট প্রচারে দেশের প্রায় প্রতিটি রাজ্যে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সময় ভোট প্রচারে এসে রান্নার গ্যাসের দাম কমানোর কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
রান্নার গ্যাসের দাম কমলো
যদিও বিরোধীরা এই বিষয়টিকে বারংবার কটাক্ষ করেছেন। বিরোধীদের দাবি ছিল, ভোট মিটলেই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বেড়ে যাবে। তার পরেও ভোটের মাঝেই ঘরোয়া রান্নার গ্যাস একধাক্কায় ৩০০ টাকা কমিয়ে দিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। তবে এবার ফের রান্নার গ্যাসের দাম কমলো। জানা গিয়েছে, সরকারি তেল সংস্থা গুলো ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাসের দাম ৩০ টাকা (19 KG Commercial LPG Gas Price) কম করা হল।
১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমলো
প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম জারি করে থাকে তেল সংস্থা গুলো ৷ এই দিন সোমবার ১ জুলাই ১৯ কিলোর কর্মাশিয়াল সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। এর আগে ১ জুন ১৯ কিলোর বাণিজ্যিক গ্যাসের দাম ৭২ টাকা কম করা হয়েছিল৷ তার আগে ১ মে ১৯ কিলোর বাণিজ্যিক গ্যাসের দাম ১৯ টাকা কম করা হয়েছিল। তবে অয়েল মার্কেটিং সংস্থা গুলো ১৪.২ কিলোর রান্নার গ্যাসের দামে (14 KG LPG Gas Price) কোনও বদল করেনি৷
পশ্চিমবঙ্গে গ্যাসের দাম কত?
IOCL এর ওয়েবসাইট অনুযায়ী, ১ জুলাই ২০২৪ থেকে নতুন দাম লাগু করা হবে। পয়লা জুলাই থেকে দেশ জুড়ে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সামান্য কমানো হয়েছে। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে তিনটিতে প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৩১ টাকা। একটি মেট্রো শহরে ৩০ টাকা কমেছে দাম। মধ্যরাত থেকেই সেই নয়া দাম কার্যকর হয়ে গিয়েছে। তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম হেরফের হয়নি।
আজকের গ্যাসের দাম কত 2024?
Indian Oil কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পয়লা জুলাই থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১৭৫৬ টাকা লাগবে। জুনে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG Gas Price) ছিল ১৭৮৭ টাকা অর্থাৎ ৩১ টাকা কমেছে দাম। যদি না আর কোনও পরিবর্তন করা হয়, তাহলে জুলাইয়ে সেই দামেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার (Commercial LPG Gas) কিনতে হবে।
আপনার শহরে রান্নার গ্যাসের দাম কত?
দেশের অন্যান্য মেট্রো শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (19 KG LPG Gas Price) কমেছে। দিল্লিতে প্রতিটি সিলিন্ডারের দাম পড়ছে ১,৬৪৬ টাকা। ৩০ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। মুম্বই এবং চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫৯৮ টাকা এবং ১৮০৯.৫ টাকা। দুটি শহরেই ৩১ টাকা কমেছে দাম।
ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম
ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, কলকাতায় ভর্তুকি হীন রান্নার গ্যাসের দাম পড়ছে ৮২৯ টাকা। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা পড়ছে। তবে যাঁরা উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana LPG Gas Price) আওতায় আছেন, তাঁরা আরও কিছুটা কম দামে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন।
জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? মা বোনেরা এইভাবে দেখে নিন
LPG Gas Price in July 2024
তাঁদের ৩০০ টাকা কম লাগবে অর্থাৎ কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ৫২৯ টাকা, ৫০৩ টাকা, ৫০২.৫ টাকা এবং ৫১৮.৫ টাকা। কলকাতার সহ দেশের অন্যান্য শহরে বাণিজ্যিক গ্যাসের দাম কমায় অত্যন্ত খুশি হয়েছেন রেস্তোরাঁর মালিকেরা। আর বাণিজ্যিক গ্যাসের দাম (LPG Gas Price) কমার ফলে আমজনতার কোন ধরণের সুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।
Written by Sampriti Bose.