চরম মূল্যবৃদ্ধির আবহে LPG – Liquefied Petroleum Gas অর্থাৎ সোজা বাংলা ভাষায় যাকে আমরা রান্নার গ্যাস নামে চিনি। এই রান্নার গ্যাসের দাম নিয়ে একটা স্বস্তির খবর শোনা যাচ্ছে। ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম কলকাতাতে ১,০৭৯ টাকা হয়ে গেছে। যা বিগত কিছু বছরের তুলনায় অনেক বেশি বলে মনে করছে আমজনতা।
LPG গ্যাস এর নতুন রুপ সম্পর্কে কিছু তথ্য জানানো হল।
করোনা মহামারী চলাকালীন সকল প্রকার জ্বালানির দাম খুবই কম হয়ে গেছিলো। LPG সিলিন্ডারের দাম তলানিতে ঠেকে ছিল। কিন্তু তার পরে আর দাম কমার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। আমাদের দেশে দুই প্রকারের গ্যাস সিলিন্ডার পাওয়া যায় – ১৪.২ কেজি যেটা পরিবারের ব্যবহারের জন্য দরকার লাগে এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যায়।
Mustard Oil Prize Decrease – সর্ষের তেল সহ সস্তা হল আরও অনেক খাদ্য দ্রব্য, দেখে নিন তালিকা।
এই মূল্যবৃদ্ধির আগুন থেকে নাগরিকদের কিছুটা স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে দেশের রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি IOCL – Indian Oil Corporation Limited এর তরফে কম্পোজিট গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। এই নতুন প্রকারের সিলিন্ডার ৫ কিলো ও ১০ কিলো ওজনে পাওয়া যাচ্ছে। ৫ কিলো সিলিন্ডারের দাম ৪৫০ – ৫০০ টাকা ও ১০ কিলো গ্রাম সিলিন্ডারের দাম ৭০০ – ৮০০ টাকার মধ্যে হবে।
প্রত্যেক রাজ্য ভেদে দামের পরিবর্তন সম্ভব। দেশের প্রায় সব রাজ্যে এই কম্পোজিট LPG সিলিন্ডার পাওয়া যাচ্ছে। শুধুমাত্র সরকারি কোম্পানি Indane এর পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। এই নতুন সিলিন্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
Indane কম্পোজিট সিলিন্ডার এর বিশেষ কিছু তথ্যঃ-
১) এর ওজন অন্য সিলিন্ডার এর তুলনায় খুবই কম।
২) ৫ কিলো ও ১০ কিলো এই দুই প্রকারের ওজনে এই জিনিসটা পাওয়া যায়।
৩) এই সিলিন্ডারে গ্রাহকেরা কত পরিমাণ গ্যাস বাকি আছে সেটা দেখতে পারবে।
৪) ওজনে হাল্কা হওয়ার জন্য নিজের ইচ্ছে মতো সব জায়গায় নিয়ে যাওয়া যাবে।
৫) গ্যাস খালি হয়ে গেলে নির্দিষ্ট স্থানে গিয়ে গিয়ে সকলে রিফিল করে নিতে পারবে।
৬) এই LPG গ্যাসে কোন ধরণের ভর্তুকি পাওয়া যাবে না।
৭) ৫ কিলোর সিলিন্ডারের জন্য ২,২০০ টাকা ও ১০ কিলোর সিলিন্ডারের জন্য ৩,৫০০ টাকার নিরাপত্তা আমানত জমা দিতে হবে।
Indane কম্পোজিট সিলিন্ডার কোথা থেকে কিনবেন দেখে নিনঃ-
১) www.iocl.com/composite-cylindar এই ওয়েবসাইটে যেতে হবে।
২) নিচের দিকে Distributors Selling Indane Composite অপশনে যেতে হবে।
৩) নিজের জেলার নাম সিলেক্ট করে নিতে হবে।
৪) এর পরে আপনার পার্শ্ববর্তী সকল কম্পোজিট সিলিন্ডার এর পরিবেশকদের নম্বর পেয়ে যাবেন।
৫) আপনার নিকটবর্তী পরিবেশকের কাছে গিয়ে আপনারা ৫, ১০ কিলোর সিলিন্ডার কিনে নিতে পারবেন।
৬) রাজ্য ও স্থান হিসাবে দামের পরিবর্তন হতে পারে।
এবার সত্যি সত্যি কমছে রান্নার গ্যাসের দাম, সাধারনের হেঁসেলে ফিরলো স্বস্তি।
এই নতুন ধরণের রান্নার গ্যাস সম্পর্কে আপনাদের ধারণা নিচে কমেন্ট করে জানাবেন। প্রতিবেদনটি পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।