দুর্গাপুজো শেষ হতেই এবার চিন্তার ভাঁজ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের (Test Exam). পুজোর ছুটি (Holiday) শেষে স্কুল খুললেই শুরু হতে চলেছে তাদের টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষা নিয়েই একাধিক নিয়ম জারি করেছে শিক্ষা সংসদ (WBBSE). এবার টেস্ট পরীক্ষা দিতে হলে পড়ুয়াদের উপস্থিতি নিয়ে কড়াকড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE). ৭০ শতাংশ উপস্থিতি থাকতে হবে প্রত্যেক পরীক্ষার্থীর। প্রত্যেকটি সেমিস্টারে ৭০ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক।
WBBSE WBCHSE Test Exam Update
চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেবে। একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলে মোট চারটি পরীক্ষা নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর চারটি পরীক্ষার প্রত্যেকটিতেই উপস্থিতি নিয়ে কড়াকড়ি নিয়ম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করার কথা বলা হলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়া নিয়মে জানিয়েছে ৫০ শতাংশের নিচে উপস্থিতি থাকলে কোনও মতেই সেই ছাত্র বা ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।
মাধ্যমিক উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা
যতক্ষণ না পর্যন্ত তাঁর উপস্থিতি ৭০ শতাংশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে অসুস্থতা সহ বেশ কিছু বিষয় ছাড়ও দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সে ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে ছাত্রছাত্রীকে। মূলত উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটি সেমিস্টারে যাতে ছাত্র ছাত্রীরা ক্লাসমুখী হয় এই কারণে উপস্থিতি নিয়ে কড়াকড়ি নিয়ম আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেই মনে করা হচ্ছে।
অতীতে বিভিন্ন সময় উপস্থিতি নিয়ে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ হয়েছে স্কুলে স্কুলে। উপস্থিতি না থাকার জন্য বিভিন্ন স্কুল পরীক্ষায় বসতে না দেওয়া, তাকে কেন্দ্র করে একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। কিন্তু এবার উপস্থিতি নিয়ে কড়াকড়ি নিয়ম তৈরি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও সংসদের একাংশের দাবি, উপস্থিতি নিয়ে এই নিয়ম আগেও ছিল। তবে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা সংক্রান্ত নতুন আইন তৈরি করে তা স্কুলে স্কুলে পাঠিয়ে দিয়েছে।
বাড়ি বানাতে ১ লাখ ২০ হাজার টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! কিভাবে আবেদন করবেন?
৫০ শতাংশের নিচে উপস্থিত থাকলে কোনও মতেই যে ছাত্র ছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না সে বিষয়েও এই নতুন আইনে স্পষ্ট করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এমতাবস্থায় স্কুল খুললেই হবে টেস্ট পরীক্ষা। তাই ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা নিয়ে চিন্তায় রয়েছে পড়ুয়ারা। যাদের উপস্থিতি সম্পূর্ণ হয়নি তাদের দুশ্চিন্তা আরও কিছুটা বেশি বলা যায়।Written by Sampriti Bose