EWS Certificate – এই সার্টিফিকেট রয়েছে? সরকারি চাকরি পাওয়া থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সবেতেই পাওয়া যাবে ছাড়, কিভাবে আবেদন জানাবেন?

চাকরিতে আবেদন থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ, অনেকক্ষেত্রেই প্রয়োজন হয় EWS সার্টিফিকেটের। কিন্তু অনেকেই জানেন না এই সার্টিফিকেট আসলে কি? EWS Certificate এর সম্পূর্ণ নাম হল ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট। দেশের অধিকাংশ মানুষই জেনারেল ক্যাটাগরীর আওতায় পড়েন। সাধারণ ভাবেই তাদের থাকে না কোনো বিশেষ শ্রেণীর সার্টিফিকেট। তাই অনেকেই আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার জন্য চাকরির পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে পারেন না।

EWS Certificate কারা এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন?

কারণ অনেক ক্ষেত্রেই আবেদন ফি জেনারেলদের জন্য অধিক থাকে। কিন্তু এই সার্টিফিকেট থাকলে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। UR ক্যাটাগরিভুক্ত নিম্নবিত্তদের আর্থিকদিক থেকে সহায়তা করার জন্য EWS বা ইকোনমিক্যালি উইকার সেকশনের আওতায় কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। এই সার্টিফিকেট পেলে সরকারি চাকরি থেকে শুরু করে কলেজ,বিশ্ববিদ্যালয় ইত্যাদি ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। তাছাড়া EWS প্রার্থীদের জন্য সরকারিভাবে মোট সিটের ১০% সিট সংরক্ষণ করা থাকে।

পশ্চিমবঙ্গে কয়েক হাজার কর্মসংস্থান হতে চলেছে, কারা আবেদনের সুযোগ পাবেন দেখুন।

কিভাবে পাওয়া যাবে এই সার্টিফিকেট?
আবেদনের পদ্ধতি-
অফলাইনেই এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে হবে। তার জন্য EWS এর আবেদনপত্রটি (ANNEXURE- A) ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে।

এরপর আবেদনপত্রটিতে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। আবেদনকারীর কালার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগাতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। শেষে একটি মুখবন্ধ খামে ভরে আবেদনপত্র এবং নথিপত্রের কপিগুলি নির্দিষ্ট স্থানে গিয়ে জমা দিতে হবে।

EWS Certificate জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) আবেদনকারীর ভোটার কার্ড,
২) প্যান কার্ড,
৩) সিটিজেনশিপ সার্টিফিকেট/ অভিভাবকের সিটিজেনশিপ সার্টিফিকেট,
৪) আবেদনকারীর জন্ম শংসাপত্র/ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
৫) পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।

EWS Certificate আবেদনের শর্তাবলী-
১) SC,ST এবং OBC শ্রেণীভুক্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ আবেদনকারীকে জেনারেল ক্যাটাগরিভুক্ত হতে হবে।
২) আবেদনকারীর পারিবারিক ইনকাম বার্ষিক ৮ লাখ টাকার কম হতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের নামে ৫ একরের বেশি জমি থাকা যাবে না।
৪) আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের ফ্ল্যাট বা বাড়ি ১ হাজার স্কয়ার ফুটের বেশি হওয়া যাবে না।
৫) আবেদনকারীর পরিবারের নিজ এলাকার মিউনিসিপালিটিতে ১০০ স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা যাবে না।
৬) নিজের এলাকার মিউনিসিপালিটির বাইরে আবেদনকারীর বা তার পরিবারের কোনো সদস্যের ২০০ স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা যাবে না।

EWS Certificate জন্য আবেদন পত্ৰ কোথায় জমা দিতে হবে –
আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করে নীচে দেওয়া যে কোনো একজন আধিকারিকের কাছে জমা দিতে হবে।
১) ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট/ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।
২) সাব ডিভিশনাল অফিসার।
৩) আবেদনকারী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের হলে DWO,কলকাতা জমা দিতে হবে।
উল্লেখ্য, EWS সার্টিফিকেট রাজ্য সরকারের তরফে ইস্যু করা হয়। এই সার্টিফিকেটের মেয়াদ চলতি অর্থবর্ষের শেষ পর্যন্ত থাকে।

EWS Certificate জন্য ভেরিফিকেশন কিভাবে করা হয়?
আবেদনকারী গ্রাম পঞ্চায়েত এবং শহরের মিউনিসিপালিটি অঞ্চলে বসবাস করলে আবেদনপত্রটি BL এবং LRO দ্বারা ভেরিফাই করা হয়।
যদি ব্যক্তি কলকাতা পৌরসভার বাসিন্দা হন, আবেদন করলে BL & LRO / Chief Valuer / সার্ভেয়ার ভেরিফাই করেন।

গ্যাস বুকিং থেকে ব্যাংক সার্ভিস, এপ্রিল থেকে বদলে যাচ্ছে 9 টি নিয়ম, হয়রানি এড়াতে জেনে নিন।

জমি, বাড়ি, সম্পত্তি, বার্ষিক আয় ইত্যাদি যাচাই বা ভেরিফাই করা হয়।
এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে সংশ্লিষ্ট অফিসার EWS অ্যাপ্লিকেশনটি Verify করবে। তারপর আবেদনকারী EWS Certificate পাবেন।
Apply Now-
https://drive.google.com/file/d/1-4cpy7q-76qSasPohqiN_qPAQt0LCoQb/view?usp=sharing
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Leave a Comment