প্রাচীনকাল থেকেই শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ বলা হয়, আর এই জন্য সরকারের পক্ষ থেকে National Scholarship প্রোগ্রাম চালু করা হয়েছে। এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদেনের মাধ্যমে সকল ছাত্র – ছাত্রীরা মাসিক বা বার্ষিক সাহায্য পাবেন। তিনটি শ্রেণী অনুসারে এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে হবে। Pre Matric Scholarship, Post Matric Scholarship, Merit Cum Means Scholarship।
National Scholarship এর মাধ্যমে শিক্ষার্থীদের সাহায্য করবে সরকার।
প্রি ম্যাট্রিক স্কলারশিপের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পোস্ট ম্যাট্রিক ও মেরিট কাম মিনস স্কলারশিপের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের এছাড়াও কারিগরি শিক্ষায় পাঠরত সকলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আজকে আমরা National Scholarship প্রোগ্রামে আবেদনের পদ্ধতি, যোগ্যতা ও নথিপত্র নিয়ে আলোচনা করতে চলেছি।
National Scholarship আবেদনের যোগ্যতাঃ-
১) মূলরূপে সকল ভারতীয় এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
২) প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
৩) সকলকেই তার পূর্ববর্তী শ্রেণীতে ৫০% নম্বর পেয়ে পাশ করতে হবে।
National Scholarship আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) বিগত শ্রেণীতে অন্তিম পরীক্ষায় পাশের প্রমানপত্র হিসাবে মার্কসিট।
২) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৩) আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউণ্ট থাকতে হবে। প্রদত্ত রাশি সরাসরি ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে।
৪) জন্মের শংসাপত্র।
৫) পরিবারের আয়ের প্রমানপত্র।
৬) নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৭) ঠিকানার প্রমানপত্র।
৮) বর্তমানে পাঠরত বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমানপত্র।
National Scholarship কিভাবে আবেদন করবেনঃ-
১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদন করতে হবে।
২) www.scholarships.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
৩) আপনি যদি প্রথমবারের জন্য আবেদন করছেন তাহলে লগ ইন করতে হবে।
৪) নিজের মোবাইল নম্বর বা ইমেল আই ডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
৫) Application Corner এ গিয়ে New Registration অপশনে যেতে হবে।
৬) এরপরে NSP For AY 2023 – 2024 সিলেক্ট করে নিতে হবে।
৭) সকল শর্তাবলি মনোযোগ সহকারে পড়ে নিয়ে Continue অপশনে ক্লিক করে দিতে হবে।
৮) একটি অনলাইন ফর্ম খুলে যাবে সেখানে আপনাকে নিজের নাম, রাজ্য, জন্মের তারিখ, মোবাইল নম্বর, ব্যাংকের সকল তথ্য, ই মেল, জেন্ডার লিখে দিতে হবে।
৯) নিজের আধার কার্ডের নাম্বার লিখে দিতে হবে।
১০) আপনাকে একটা আই ডি নম্বর দেওয়া হবে, সেটা আপনাকে কপি বা লিখে রাখতে হবে।
১১) পুনরায় আপনাকে লগ ইন করে নিতে হবে।
১২) অনলাইন ফর্মে আপনাকে কিছু তথ্য দিয়ে দেওয়া হবে।
১৩) নিজের পাঠরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনাকে ঠিক করে সিলেক্ট করে নিতে হবে।
১৪) পড়াশুনার সকল তথ্য আপনাকে লিখে দিতে হবে।
১৫) যোগাযোগ এর তথ্য ঠিক করে লিখে দিতে হবে।
১৬) পূর্বে উল্লেখিত সকল নথি আপনাকে আপলোড করে নিতে হবে।
১৭) এই সকল তথ্য লিখে দিলে আপনাকে কতো টাকা দেওয়া হবে আপনি জানতে পারবেন।
TSDPL Silver Jubilee Scholarship – এই নতুন স্কলারশিপে আবেদন করলেই পাবেন বছরে সর্বোচ্চ 1 লাখ টাকা।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।