অক্টোবর মাসে চলতি সপ্তাহে পুজোর আগেই ফের ছুটি (Holiday) থাকতে চলেছে রাজ্যে। ২ দিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাথে রাজ্য সরকারি অফিসও ছুটি থাকার কথা আমরা সকলেই বেস কিছু দিন ধরে বিভিন্ন অনলাইন মিডিয়া বা সংবাদমাধ্যম সুত্রে শুনতে পাচ্ছি। কিন্তু এই ছুটি কোনো ধর্মীয় উৎসব বা রাজনৈতিক দলের ডাকা হর্তালের কারণে যদিও এই ছুটি নয়। বস্তুত সেপ্টেম্বর মাসেই করম পূজা উপলক্ষে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিসেও ছুটি দিয়েছে রাজ্য সরকার।
Holiday In West Bengal For 2 Days In October.
এর পরেই অক্টোবর মাসে উৎসবের মরশুমে একটা বড় ছুটি (Holiday) আসতে চলেছে। তবে উৎসবের ছুটির আগেই অক্টোবর মাসের ১০ই অক্টোবর, মঙ্গলবার এবং ১১ই অক্টোবর, বুধবার কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রায় দুইশোরও বেশি দিন ধরে ডিএ ইস্যুতে আন্দোলন করে চলেছে বাংলার সংগ্রামী যৌথ মঞ্চ।
কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে (Holiday) নেমেছে রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees). বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারী কর্মীরা। আর সেখানে রাজ্য সরকারি কর্মীরা পায় ৬ শতাংশ। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার পরিমাণ অনেকটাই কম।
বর্তমানে রাজ্য সরকারের ডিএ দেওয়ার মতো আর্থিক ক্ষমতা যে নেই, সেটা স্পষ্ট ভাষায় নবান্নের (Nabanna) তরফে বুঝিয়ে দেওয়া হয়েছিল আগেই। তবে তাতেও কোনও লাভ হয়নি। সরকারি কর্মীরা তাঁদের দাবিতে অনড়। বরং ধর্মঘট (Holiday) মহামিছিলের ঝাঁঝ বেড়েছে আরও। সরকারি কর্মীদের কাজ বন্ধ করলে বেতন কেটে নেওয়ার দাবি জানিয়েছেন মন্ত্রী অখিল গিরি।
Primary TET Exam – 2023 এর টেট পরীক্ষা নিয়ে পর্ষদের বড় ঘোষণা।
তবে আন্দোলনকারীদের দাবি, তাঁরা কোনও কাজের সময় নষ্ট করছেন না। প্রাপ্য বা অধিকারের ছুটি নিয়েই আন্দোলন করছেন তাঁরা। এমতাবস্থায় সংগ্রামী যৌথ মঞ্চের দাবি পুজোর আগেই তাদের বকেয়া ডিএ মেটানো হোক। আর এই দাবিতেই গত ফেব্রুয়ারী মাসের পর আবারও কর্মবিরতির ডাক দিয়েছে তারা। গতবার তাদের আন্দোলন ব্যর্থ হলেও এবার পুজোর (Holiday) আগে তাদের আন্দোলন সফল হতেও পারে বলেই মনে করছেন আন্দোলনকারীদের একাংশ।
MyGov Content Writer Jobs – সোশ্যাল মিডিয়ায় আর্টিকেল, ভিডিও বা রিল বানাতে পারলে সরকারি