ভারতীয় ডাকঘর অর্থাৎ India Post Office এর তরফে দেশবাসীর জন্য এক নতুন স্কিম (New Post Office Scheme) নিয়ে আসা হয়েছে। ১৮৫৪ সালে আমাদের দেশে প্রথম বারের জন্য পোস্ট অফিস স্থাপিথ হওয়ার পর থেকেই দেশবাসীকে আর্থিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে নানাবিধ আর্থিক পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে।
New Post Office Scheme সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
নতুন বছরের শুরুতেই পোস্ট অফিসের তরফে New Post Office Scheme “গ্রাম সুরক্ষা যোজনা” নামক এই স্কিম নিয়ে এসেছে। এই স্কিমে দৈনিক বা মাসিক স্বল্প পরিমাণে টাকা জমিয়ে এককালীন কয়েক লক্ষ টাকা ম্যাচুরিটি পাওয়া যাবে। ২৪ শে মার্চ ১৯৯৫ সালে এই স্কিমটি চালু করা হয়েছিল। আজকের আলোচনাতে আমরা “গ্রাম সুরক্ষা যোজনা” স্কিমে টাকা রাখার পরে রিটার্ন, পদ্ধতি, নথি সহ আরও বিস্তারিত তথ্য নিয়ে হাজির হতে চলেছি।
Ration Card – বদলে গেল রেশন কার্ডের নিয়ম, এইকাজ না করলে রেশন পাবেন না।
New Post Office Scheme এ আবেদনের যোগ্যতাঃ-
১) নুন্যতম ১৯ বছর বয়স হতে হবে।
২) মূলরূপে ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক।
৩) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
New Post Office Scheme এ আবেদনের সুবিধাঃ-
১) ১৯ – ৫৫ বছর বয়সের মধ্যে যে কোন ভারতীয় নাগরিক এই স্কিমে টাকা রাখতে পারবে।
২) বার্ষিক নুন্যতম ১০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে এই স্কিমে।
৩) কত টাকা কত দিনের জন্য আপনি জমা করছেন তার ওপর রিটার্ন নির্ভর করছে।
৪) এই স্কিমে ৫৫ বছর বয়স পর্যন্ত টাকা জমা করা যাবে এবং ৮০ বছর বয়সে গিয়ে টাকা রিটার্ন পাবেন।
৫) স্কিম চালু করার ৪ বছর বাদে ঋণের জন্য আবেদন করা যাবে।
৬) ৫ বছরের আগে সারেন্ডার করা হলে কোন ধরণের সুবিধা পাওয়া যাবে না।
৭) নির্ধারিত তারিখে প্রিমিয়াম না দেওয়া হলে অতিরিক্ত ৩০ দিন সময় পাওয়া যাবে।
New Post Office Scheme আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) আধার কার্ড থাকতে হবে।
২) ভোটার কার্ড ও প্যান কার্ড।
৩) রঙিন পাসপোর্ট সাইজ এর ছবি।
৪) প্রয়োজন পরলে আপনার জন্মের প্রমানপত্র লাগতে পারে।
New Post Office Scheme কত টাকা রিটার্ন পাবেনঃ-
১) ১৯ বছর – ৫৫ বছর পর্যন্ত টানা ১৫১৫ টাকা মাসিক জমা দিলে এককালীন ৩১ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত পাওয়া যাবে।
২) ১৯ – ৫৮ বছর পর্যন্ত ১৪৬৩ টাকা জমা করলে ৩৩ লক্ষ ৪০ হাজার টাকা পেয়ে যাবেন।
৩) ১৪১১ টাকা করে ১৯ – ৬০ বছর পর্যন্ত জমা করলে ৩৪ লক্ষ ৬০ হাজার টাকা রিটার্ন পাবেন।
৪) এই নিয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য নিজের পার্শ্ববর্তী কোন পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন অথবা www.indiapost.gov.in এই ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য দেখে নিতে পারেন।
দেশের যে কোন সরকারি ব্যাংকে নিজের অ্যাকাউণ্ট থাকলে এই তথ্য জেনে রাখা জরুরি।
এই ধরণের আরও বিনিয়োগের খবর পাওয়ার জন্য আমাদের এই পেজটিকে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।