এবার বাড়িতে বসেই অর্ডার করতে পারবেন PVC আধার কার্ড, জেনে নিন পদ্ধতি

আধার কার্ড তো প্রায় সকলেরই রয়েছে। তবে আধার কার্ডের আকৃতি একটু বড়ো হওয়ায় তা সবসময় বয়ে নিয়ে বেড়ানো সাধারণ মানুষের পক্ষে একটু কষ্টকর। সেইজন্যই আধার কর্তৃপক্ষ UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) -এর তরফ থেকে সাধারণ ডেবিট, ক্রেডিট কার্ডের মতোই ছোটো PVC আধার কার্ড বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি চাইলে অনলাইনেই নিজের PVC আধার কার্ডের জন্য অর্ডার করতে পারেন। নীচে সেই পদ্ধতিটিই ভালোভাবে বর্ণনা করা হলো।

কীভাবে অনলাইনে নিজের PVC আধার কার্ডের জন্য আবেদন করবেন?

১. সবার প্রথমে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ যাবেন।
২. এবার সবার উপরেই থাকা Get Aadhaar অপশনের মধ্যে Order Aadhaar PVC Card -এই লিংকে ক্লিক করবেন।
৩. এরপরে Login অপশনে ক্লিক করে আপনার আধার কার্ড নম্বর ও নীচে দেওয়া ক্যাপচা কোডটি লিখে Send OTP -তে ক্লিক করবেন।
৪. তাহলে আপনার যে মোবাইল নম্বরটি আধার নম্বরের সাথে লিংক করা রয়েছে সেটিতে একটি ওটিপি চলে আসবে।
৫. সেই ওটিপিটি লিখে Submit OTP -তে ক্লিক করবেন।
৬. তাহলে আপনি My Aadhaar ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। এবার Order Aadhaar PVC Card -এই অপশনে ক্লিক করবেন।

আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে না তো? জেনে নিন মাত্র ১ মিনিটে

৭. তারপরে Next -এ ক্লিক করে স্ক্রিনে থাকা Terms-এ টিক দেবেন এবং Make Payment অপশনে ক্লিক করবেন।
৮. এবার আপনাকে PVC আধার কার্ড অর্ডার করার জন্য অনলাইনে ৫০ টাকা পেমেন্ট করতে হবে। আপনি ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড / নেট ব্যাঙ্কিং / UPI ইত্যাদি যে কোনো উপায়ে সেই টাকাটি পেমেন্ট করতে পারেন।
৯. পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনি Download Acknowledgement -এ ক্লিক করে নিজের পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোডও করে নিতে পারেন।

এভাবেই PVC আধার কার্ড অর্ডার করার জন্য অনলাইনে আবেদন করতে হয়। কার্ডটি অর্ডার করার পরে আপনি সেটির স্ট্যাটাসও চেক করতে পারবেন। এরজন্য পুনরায় myaadhaar.uidai.gov.in -ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন। তারপরে নীচের দিকে স্ক্রল করলেই Requests অপশনে আপনি নিজের PVC আধার কার্ডের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। কার্ডটি বানানো হয়ে গেলে সেটি পোস্টাল মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইট – LINK

এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment