প্রসঙ্গত এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ঝুলছে ওবিসি মামলা (OBC Caste Certificate). যার জেরে আটকে রয়েছে বহু নিয়োগ। কবে এই মামলার জট কাটবে সেই নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। কারণ রাজ্যের ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিল মামলা আর শুনবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত সূত্রে খবর, ওই মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে (Government of West Bengal).
OBC Caste Certificate Case
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ নভেম্বর শীর্ষ আদালতে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই দিকে আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ ওই মামলার শুনানির আগেই অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি। ফলে তিনি যে আর রাজ্যের OBC Caste Certificate মামলা শুনবেন না তা সেই বিষয়ে কোনো ধন্দ নেই। অবসরের আগে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আগামী ৫ নভেম্বর SSC Scam-র শুনানি রয়েছে।
West Bengal OBC Certificate Case
ওই একই দিনে প্রধান বিচারপতির বেঞ্চে আর জি কর মামলার শুনানি রয়েছে। তবে OBC Caste Certificate মামলা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আর ওঠার কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট (OBC Caste Certificate). ক্ষমতায় আসার পর থেকে ৭৭ টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকা ভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার।
এই দিকে ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত OBC Caste Certificate বাতিল হয় কলকাতা হাইকোর্টের রায়ে। গত ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
নভেম্বর মাসে ছুটির তালিকা। সরকারি কর্মী ও পড়ুয়ারা কতদিন ছুটি পাবেন?
অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও সুপ্রিম কোর্টে যায়। গত ৫ আগস্ট সুপ্রিম কোর্টে প্রথম বার ওই মামলাটি ওঠে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনানি হয়। এখন পর্যন্ত শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। যার জেরে এখনও সেই সব OBC Caste Certificate গুলো ব্যবহার করা যাচ্ছে না। এবার সুপ্রিম কোর্টের তরফে এই মামলায় নতুন করে কি বলা হয় সেটিই দেখার বিষয়।Written by Sampriti Bose