আধার ও প্যান সকল ভারতীয় নাগরিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দুই নথি, Pan Aadhaar Link অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো নিয়ে ৩১ মার্চ এর মধ্যে সময় নির্ধারিত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগেও এই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এবারে সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। এছাড়াও এই সময়ের মধ্যে এই দুই নথিপত্রকে সংযুক্ত না করালে প্যান কার্ড নিষ্ক্রিয়ও হয়ে যেতে পারে।
Pan Aadhaar Link না করালে সমস্যায় পরবেন সকলে।
বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে ১৩৬ কোটি মানুষের আধার কার্ড ও ৪৩ কোটির বেশি মানুষের কাছে প্যান কার্ড আছে। এই Pan Aadhaar Link সিদ্ধান্তের ফলে বিপুল সংখ্যক মানুষের ওপরে এর প্রভাব পরতে চলেছে। ৩১ শে মার্চের মধ্যেও যদি আপনি এই লিঙ্ক করান তাহলেও আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এই কথা ইনকাম ট্যাক্স দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
Pan Aadhaar Link না করালে কি সমস্যা হতে পারেঃ-
১) কোন ধরণের নতুন ব্যাংক অ্যাকাউণ্ট খোলা যাবে না।
২) ব্যাংক বা পোস্ট অফিসে কোন ধরণের বিনিয়োগ করা যাবে না।
৩) ৫০ হাজার টাকার বেশি ক্যাশ টাকা আপনার প্যান কার্ড ছাড়া গ্রহণ করা হবে না।
৪) ডবল ট্যাক্স দিতে হবে।
৫) বিদেশে যাওয়ার জন্য ভিসা বানাতে হলে সমস্যা হতে পারে।
৬) ইনকাম ট্যাক্স ফাইল করা যাবে না।
৭) সকল প্রকার সরকারি সাহায্য পেতে সমস্যা হতে পারে।
৮) সকল প্রকার ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে যেতে পারে।
Pan Aadhaar Link কিভাবে করাবেনঃ-
১) অনলাইনের মাধ্যমে আপনাকে এই কাজ করতে হবে।
২) www.incometax.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) এরপরে Quick Links অপশনে যেতে হবে।
৪) Link Aadhaar এ ক্লিক করতে হবে।
৫) প্যান ও আধার কার্ড নাম্বার লিখে দিতে হবে।
৬) এই জন্য আপনাকে ১ হাজার টাকা দিতে হবে।
৭) কনফার্ম পে অপশনে ক্লিক করতে হবে।
৮) প্যান ও মোবাইল নম্বর লিখে দিতে হবে।
৯) আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে, সেটা লিখে দিতে হবে।
১০) ইনকাম ট্যাক্স অপশনে ক্লিক করে নিতে হবে।
১১) ২০২৩ – ২০২৪ অর্থবর্ষ ও পেমেন্ট অপশন সিলেক্ট করে নিতে হবে।
১২) আপনি নিজের পছন্দের মতো অপশনে ক্লিক করে পেমেন্ট করতে পারেন। এছারাও পেমেন্ট গেটওয়ে অপশনের মাধ্যমে আপনি টাকা জমা করতে পারেন।
১৩) Continue অপশনে ক্লিক করে Pay Now তে ক্লিক করতে হবে।
১৪) ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মানি ট্রান্সফার এর মাধ্যমেও আপনি চালান জমা করবেন।
১৫) ইনকাম ট্যাক্স দফতরের তরফে পেমেন্ট ভেরিফাই হতে ৫ – ৭ দিন সময় লাগবে।
১৬) ৭ দিন বাদে আপনাকে আবার লিঙ্ক আধার অপশনে ক্লিক করে নিতে হবে।
১৭) প্যান ও আধার কার্ড নাম্বার লিখে দিলে আপনাকে সকল তথ্য দিয়ে দেওয়া হবে।
১৮) লিঙ্ক আধার অপশনে ক্লিক করে দিলেই আপনার Pan Aadhaar Link সম্পূর্ণ হয়ে যাবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।