প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে চালু করা বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা (PMJAY) প্রকল্পটি অন্যতম জনপ্রিয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয় এই স্কিম। এর আগে এই স্কিমের নাম ছিল ন্যাশনাল হেলথ প্রোটেকশান স্কিম (National Health Protcection Scheme). পরে এর নাম হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা। যেটি চালু হয়েছিল ২০০৮ সালে। পরে ২০১৮ সালের নাম বদলে প্রধানমন্ত্রী রাখেন আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Yojana).
Ayushman Bharat PMJAY Government Scheme
এটি বিশ্বের সবচেয়ে বড় হেলথ ইনস্যুরেন্স স্কিম গুলির (Health Insurance Scheme) মধ্যে একটি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে স্বাস্থ্য বীমা (PMJAY) কভার ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের এই প্রক্রিয়ার ফলে ভারতের সাধারণ মানুষ আরো বেশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন।
আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা
বর্তমানে, এই প্রকল্পের আওতায় প্রায় ৪.৫ কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ ইতিমধ্যেই উপকৃত হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের একটি অন্যতম আকর্ষণীয় দিক হলো, প্রত্যেক প্রবীণ নাগরিককে একটি বিশেষ আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়। এই কার্ডটি ব্যবহার করে তারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। আয়ুষ্মান কার্ডটি পাওয়ার জন্য নাগরিকদের অনলাইনে আবেদন করতে হয় এবং এটি PMJAY-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়।
আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে আবেদন করুন
1) আবেদনকারীকে প্রথমে যেতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে।
2) সেখানে গিয়ে তিনি স্ক্রিনে Am I Eligible নামের একটি ব্যানার দেখতে পাবেন। সেখানে তাকে ক্লিক করতে হবে।
3) এরপরে Benificiary অপশনে ক্লিক করে আবেদনকারীকে তার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে।
আয়ুষ্মান ভারত কার্ড
4) মোবাইল নম্বর সঠিকভাবে ইন্টার করলে আবেদনকারীর কাছে একটি ওটিপি আসবে।
5) সেই ওটিপি তাকে দিতে হবে এবং তার সাথেই ক্যাপচা কোড এন্ট্রি করতে হবে।
6) এরপরে আবেদনকারীকে Search For Benificiary বাটনে ক্লিক করতে হবে এবং তারপর তাকে তির রাজ্য নির্বাচন করতে হবে। এরপরে তাকে নির্দিষ্ট জায়গাতে PMJAY লিখতে হবে।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা
7) এরপরে আবেদনকারীকে তার রেশন কার্ডের ফ্যামিলি আইডি, এবং তার লোকেশন লিখতে হবে।
8) আবেদনকারীর বাড়ি গ্রাম্য এলাকা, নাকি শহর এলাকায়, সেটা তাকে জানাতে হবে।
9) এরপরে আবেদনকারীকে তার আধার কার্ডের সমস্ত তথ্য পূরণ করতে হবে।
10) এরপরে যে ব্যক্তির নামে আবেদনকারী আয়ুষ্মান কার্ড তৈরি করতে চান, তার নাম সিলেক্ট করতে হবে এবং তারপর তার সমস্ত ডিটেলস ভেরিফাই করতে হবে।
11) আধার কার্ড অপশন সিলেক্ট করে ওটিপির মাধ্যমে তিনি ভেরিফাই করতে পারেন।
12) আধার কার্ড ভেরিফাই হয়ে যাওয়ার পরে অথেন্টিকেশন পেজ ওপেন হবে।
13) সেখানে গিয়ে আবেদনকারীকে আয়ুষ্মান কার্ডের আবেদন সাবমিট করতে হবে।
14) সাবমিট করার পরে অটোমেটিক একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আবেদনকারীকে ইলেকট্রনিক কেওয়াইসি অপশন সিলেক্ট করতে হবে।
15) ইলেকট্রনিক কেওয়াইসির (PMJAY Ayushman Bharat Kyc) জন্য আবেদনকারীকে আধার নম্বর এবং রেজিস্টার মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করতে হবে। কেওয়াইসি করার পরে তাকে পাসপোর্ট সাইজ ফটো সাবমিট করতে হবে।
কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2024
16) এরপরে আবেদনকারীকে তার মোবাইল নম্বর, রিলেশন, পিন কোড, রাজ্য, জেলা, গ্রাম নাকি শহর, গ্রাম এবং শহরের নাম, সব কিছু পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
17) এরপর আবেদনকারী সঠিকভাবে আয়ুষ্মান কার্ডের (PMJAY) আবেদন পূরণ করতে পারেন। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে হলে আগ্রহী ব্যক্তিদের উক্ত পদ্ধতি অবলম্বন করে আয়ুষ্মান ভারত কার্ড বানানোর জন্য আবেদন করতে হবে।
Written by Sampriti Bose