সকল ব্যাংক গ্রাহকদের জন্য এসে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই একাধিক গ্রাহকের Bank Account থেকে ৪৩৬ টাকা কিংবা ২০ টাকা কেটে নেওয়া হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না ঠিক কি কারনে এই টাকা কেটে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কারণেই গ্রাহকদের টাকা কাটা হয়েছে। দেশের শাসনভার গ্রহণ করার পর থেকেই দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বেশ কিছু প্রকল্প চালু করেছেন।
436 & 20 Credited on Bank Account for PMSSBY and PMJBY Scheme.
যার মধ্যে অন্যতম দুটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা (PMJJBY Premium) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY Premium). এই দুই প্রকল্প মূলত দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের সুবিধার জন্য স্বাস্থ্য বীমা (Health Insurance) রূপে নিয়ে আসা হয়েছিল (Bank Account). আর এই দুই স্কিমের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ নিজেদের স্বাস্থ্য সুরক্ষা পেয়েছেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) হল একটি সরকারি বীমা (Government Health Scheme) পরিকল্পনা। এক্ষেত্রে গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে প্রত্যেক বছর ৪৩৬ টাকা কেটে নেওয়া হবে এবং কোনো কারণে যদি এই বীমার সুবিধা ভোগকারী ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে তার পরিবার ২ লক্ষ টাকা বীমার সুবিধা পেয়ে যাবে সরাসরি ব্যাংক একাউন্টের (Bank Account) মাধ্যমে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কি?
অপর দিকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার (Pradhan Mantri Suraksha Bima Yojana) মাধ্যমে মাত্র ২০ টাকার বিনিময়ে গ্রাহকেরা ২ লক্ষ টাকার জীবন সুরক্ষার কভারেজ পেয়ে যাবেন অর্থাৎ এই বীমা প্রকল্পে গ্রাহকেরা যদি টাকা জমা করেন তাহলে তার দুর্ঘটনার ফলে তার পরিবার দু লক্ষ টাকা বীমার সুবিধা পেয়ে যাবে। মূলত এই দুই যোজনার অধীনেই গ্রাহকের Bank Account থেকে টাকা কাটা হচ্ছে বলে জানা গিয়েছে।
How much Money will be Credit from Bank Account?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার (PMJJBY Scheme) অধীনে গ্রাহকের একাউন্ট থেকে ৪৩৬ টাকা কাটা হচ্ছে এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার (PMSBY Scheme) অধীনে ২০ টাকা কাটা হচ্ছে। কিন্তু এই টাকা গ্রাহকেরা তাদের যেকোনো রকম দুর্ঘটনার ক্ষেত্রে ফেরত (Bank Account) পাবেন বলেও জানা গিয়েছে। আর এই টাকা সকলের সম্মতি থাকলে তবেই কাটা হয়।
PMJJBY & PMJBY Scheme Benefits
এক্ষেত্রে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের এই দুটি বীমা পরিকল্পনায় গ্রাহকের একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়ে থাকে এবং গ্রাহকের কোনো রকম দুর্ঘটনা হলে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অধীনে গ্রাহকের Bank Account থেকে যে টাকা কাটছে গ্রাহকেরা চাইলে সেটি বন্ধ করতে পারবেন।
How to Stop PMSSBY & PMSBY Scheme Money Credit?
এক্ষেত্রে গ্রাহককে ব্যাংকে গিয়ে দরখাস্ত জানাতে হবে তাহলেই এই প্রকল্পের সুবিধা তিনি বন্ধ করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে বলা বাহুল্য, গ্রাহক যদি প্রতি বছর সামান্য অর্থ খরচ করেন তাহলে একটা মোটা অংকের জীবন বীমা কভারেজ (Life Insurance Coverage) হিসেবে তিনি পেয়ে যাবেন। তাই কেউ যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে প্রত্যেক বছরে ২০ টাকা বা ৪৩৬ টাকা সরকারের এই বীমার অধীনে জমা (Bank Account Deposit) করতে পারেন তিনি।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার লাভ
এই স্কিমের মাধ্যমে শুধু নিজের না নিজের পরিবারের মানুষদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা যায়। কারণ এখনকার দিনে কার কি হয় বলাটা খুবই মুশকিল তাই আগের থেকে প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি বলে মনে করা হচ্ছে। এবার গ্রাহক এই বীমায় টাকা জমাবে নাকি তিনি এই বীমার সুবিধা গ্রহণ করবেন না সেটা সম্পূর্ণ গ্রাহকের উপরেই নির্ভরশীল।
Written by Sampriti Bose.