পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) হল দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (Public Sector Bank). আর দেশের কোটি কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (PNB Bank Account) আছে এই ব্যাঙ্কে। আর এবারে এই সকল গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন সুরক্ষা ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে। আর এর ফলে গ্রাহকদের কতটা সুবিধা হতে চলেছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
PNB Safety-Ring Features Announce for Customers.
বিশেষ করে Oriental Bank of India এবং Commercial Bank of India এর সঙ্গে সংযুক্তিকরণের (PNB Bank Merger) পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহক সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। দীর্ঘ দিন ধরেই গ্রাহকরা এই ব্যাঙ্কের থেকে নানাবিধ সুবিধা পেয়ে আসছে। তবে এবার যারা এই ব্যাঙ্কের গ্রাহক তাদের জন্য এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে একটি সুখবর দেওয়া হলো।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নতুন ঘোষণা
মূলত এখনকার সময়ে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখা যাবে, অধিকাংশ গ্রাহকরা নগদে টাকা লেনদেনের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। ডিজিটাল লেনদেনে টাকা লেনদেন (PNB Financial Transaction) বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবার পাল্লা দিয়ে বেড়েছে নানান ধরনের প্রতারণা। ব্যাঙ্কের তরফ থেকে এবার নতুন যে ব্যবস্থা চালু করা হলো তাতে প্রতারণার ঘটনা কয়েক গুণ কমে যাবে। যার ফলে গ্রাহকরা অনেক উপকৃত ও লাভবান হবেন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন সুবিধা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের টাকা পয়সা সুরক্ষিত করার জন্য গ্রাহকদের একাউন্টের (PNB Account) সঙ্গে নতুন যে ব্যবস্থা জুড়ে দিয়েছে সেটি হল সেফটি রিং (Safety Ring). ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা (PNB Mobile Banking Service) ব্যবহার করার ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা আলাদাভাবে সুরক্ষা প্রদানের জন্য তৈরি করা হয়েছে।
গ্রাহকদের জন্য বড় ঘোষণা
বলা যেতে পারে নতুন এই ব্যবস্থা আগে যে সকল সুরক্ষা ছিল তার থেকে অতিরিক্ত একটি সুরক্ষা। ব্যাঙ্কের নতুন এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের PNB অ্যাকাউন্টে থাকা টাকা পয়সা আগের থেকে অনেক বেশি সুরক্ষিত বলেই দাবি করছেন কর্তৃপক্ষরা। কেননা এবার এই নতুন ব্যবস্থা সংযুক্ত হয়ে যাওয়ার পর গ্রাহকদের অ্যাকাউন্টের অ্যাক্সেস গ্রাহকদের অনুমতি ছাড়া পাওয়া যাবে না।
যদিও এই অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রাহকদের জন্য অপশনাল হিসেবে রাখা হয়েছে। এক্ষেত্রে যে সকল গ্রাহকরা এই অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে চান না তারা নাও করতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নতুন যে ব্যবস্থা (PNB New System) চালু করেছে তা এর আগেও বেশ কিছু ব্যাঙ্কের তরফ থেকে চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থা সম্পর্কে সহজ ভাষায় বলতে গেলে বলা যায়।
গ্রাহকের একাউন্টে যতই টাকা থাকুক না কেন তিনি দৈনিক টাকা খরচের একটি লিমিট সেট (PNB Transaction Limit) করে রাখতে পারবেন। এক্ষেত্রে তিনি যদি দৈনিক খরচের লিমিট ৫০০০ টাকা সেট করে রাখেন তাহলে তিনি ওই লিমিট পরিবর্তন না করে ৫০০০ টাকার বেশি খরচ করতে পারবেন না। ঠিক সেই রকমই আবার প্রতারকদের হাতে তার একাউন্টের অ্যাক্সেস চলে গেলেও তারাও ৫০০০ টাকার বেশি কোনোভাবেই খরচ করতে পারবে না।
বন্ধন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে সুদের হার 7%. এখনই খুলে নিন
এক্ষেত্রে প্রতারকদের হাতে গ্রাহকের একাউন্টের অ্যাক্সেস গেলেও তাকে বড় ক্ষতি থেকে বাঁচাবে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা এবার বড়ো বেশি উপকৃত হতে চলেছেন বলাই যায়। আর এবারে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।
Written by Sampriti Bose.