Post Office GDS : পোস্ট অফিসে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে GDS পদে আবেদন করুন

পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস (Post Office GDS) পদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়াও। বর্তমানে দেশে বেকার বেকার যুবক যুবতীর সংখ্যাটা নিতান্তই কম কম নয়। এদের মধ্যে অনেকেই রয়েছে যারা হয়তো উচ্চশিক্ষিত (India Post Office). আবার অনেকেই রয়েছেন যারা হয়তো ন্যূনতম মাধ্যমিক পাস (Gramin Dak Sebak). কিন্তু এরা প্রত্যেকেই চান সরকারি চাকরি করতে (Department of Post).

India Post Office GDS Recruitment in West Bengal.

এমতাবস্থায়, সকলের জন্য এসে গেল দারুণ সুখবর। কারণ ভারতীয় ডাক বিভাগ কর্মী নিয়োগের কথা জানাচ্ছে। মূলত ভারতীয় ডাক বিভাগ মাঝে মধ্যেই দেশ জুড়ে বা আঞ্চলিকভাবে ছোটো বড়ো নিয়োগ প্রক্রিয়া (Post Office GDS) করে থাকে। তবে, এবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। তাতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ডাক বিভাগের কার্যালয়ে চাকরির সুযোগ পাবেন নিযুক্তরা।

পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে কর্মী নিয়োগ

আর এতদিন পোস্ট অফিসের তরফে এই ধরণের নিয়োগ (Post Office GDS) দেশের বাকি সকল রাজ্যে করা হচ্ছিলো। কিন্তু এবারে পশ্চিমবঙ্গের সকল জেলার জন্য এই পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তাহলে এবারে এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য এখনই জেনে নেওয়া যাক।

Post Office GDS Recruitment Details

ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ Post Office GDS এর সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। গোটা দেশে মোট ৪৪২২৮ টি শূন্যপদে নিয়োগ হবে‌। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট ২৫১৪ টি শূন্যপদ রয়েছে। আর এই শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নিন।

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা

১) Ansaman Nicobar Island বিভাগ – ৪৪ টি।
২) আসানসোল বিভাগ – ৫৫ টি।
৩) বাঁকুড়া বিভাগ – ১৯০ টি।
৪) বারাসাত বিভাগ – ১৬৫ টি।

৫) বীরভূম বিভাগ – ১০২ টি।
৬) বারুইপুর বিভাগ – ২২৩ টি।
৭) ব্যারাকপুর বিভাগ – ২০ টি।
৮) কনটাই বিভাগ – ৮৭ টি।

৯) কোচবিহার বিভাগ – ৭৭ ।
১০) উত্তর দিনাজপুর বিভাগ – ৭৭ টি।
১১) তমলুক বিভাগ – ১২৯ টি।
১২) দক্ষিণ কলকাতা বিভাগ – ৫ টি।

১৩) সিকিম বিভাগ – ৩৫ টি।
১৪) RMS Sg বিভাগ – ১০ টি।
১৫) RMS WB বিভাগ – ১০ টি।
১৬) RMS H বিভাগ – ৩ টি।

১৭) পুরুলিয়া বিভাগ- ১৩৮ টি।
১৮) নদীয়া দক্ষিণ বিভাগ – ৪৭ টি।
১৯) নদিয়া উত্তর বিভাগ – ১০৮ টি।
২০) দার্জিলিং বিভাগ – ২১ টি।

২১) হুগলি উওর বিভাগ – ৭২ টি।
২২) হুগলি দক্ষিণ বিভাগ – ৫৫ টি।
২৩) হাওড়া বিভাগ – ৬০ টি।
২৪) জলপাইগুড়ি বিভাগ – ৫২ টি।
২৫) কলকাতা পূর্ব বিভাগ – ১ টি।

Jio Recharge (জিও রিচার্জ)

২৬) কলকাতা উত্তর বিভাগ – ২১ টি।
২৭) কলকাতা RMS বিভাগ – ৬ টি।
২৮) মালদা বিভাগ – ১১২ টি।
২৯) মেদিনীপুর বিভাগ – ১৬৮ টি।
৩০) মুর্শিদাবাদ বিভাগ – ১৯৮ টি।

BSNL 5G লঞ্চ হতে চলেছে শীঘ্রই! SIM কার্ডের দাম কত? রিচার্জের খরচ কত হবে? Jio, Airtel, VI-র চাপ বাড়ল

Post Office GDS Recruitment Qualification

1) এই পদে গণিত এবং ইংরেজি সহ ১০ শ্রেণী পাস করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
2) পাশাপাশি, অবশ্যই তাদের সাইকেল চালানো জানতে হবে।
3) বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের ছাত্রীদের ক্ষেত্র সর্বোচ্চ বয়স সীমা কিছুটা ছাড় দেওয়া হবে। গত ১৫ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। তাই আর দেরি না করে ইচ্ছুক ব্যক্তিদের অতি দ্রুত Post Office GDS পদে চাকরির জন্য আবেদন করা উচিত।
Written by Sampriti Bose.

Leave a Comment