Post Office Scheme – পোস্ট অফিসের এই স্কীমে 5 বছরে টাকা ডবল, এই মাসেই শেষ সুযোগ।

৫ বছরের মধ্যে দ্বিগুন রিটার্ন পাওয়ার জন্য একটি Post Office Scheme নিয়ে এসেছে ভারতীয় ডাক বিভাগ। যাকে আমরা সকল বাঙালিরা পোস্ট অফিস নামে জানি। আমাদের দেশের সকল বিনিয়োগকারিরা নিজেদের সারা জীবনের সঞ্চয় জমা করার জন্য প্রথমেই পোস্ট অফিসকে বেছে নেন। আজকে আমরা NSC – National Savings Certificate স্কিম সম্পর্কে আলোচনা করতে চলেছি। পোস্ট অফিসের সকল স্কিম গুলির মধ্যে এই স্কিম অন্যতম।

Post Office Scheme অল্প সময়ে দ্বিগুন রিটার্ন পাওয়ার সুযোগ।

১৬৮ বছর আগে ১ লা অক্টোবর ১৮৫৪ সালে পোস্ট অফিসের স্থাপনা করা হয়েছিল। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে দেশের সকল শ্রেণীর নাগরিকদের জন্য বিভিন্ন ধরণের Post Office Scheme নিয়ে হাজির হয়েছে। কিন্তু ২০২৩ সালে পোস্ট অফিসের তরফে এমন এক স্কিম নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে ৫ বছরে জমা বিনিয়োগের ওপরে ৭% পর্যন্ত দ্বিগুন রিটার্ন পাওয়া যাচ্ছে।

LIC Jeevan Shanti – জীবন শান্তি পলিসিতে একবার বিনিয়োগে আজীবন নির্দিষ্ট পরিমাণ আয়, বিস্তারিত তথ্য জেনে নিন।

Post Office Scheme (NSC) আবেদনের যোগ্যতাঃ-
১) যে কোন ভারতীয় এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবে।
২) সিঙ্গেল বা জয়েন্টে যে কেউ এই অ্যাকাউণ্ট খুলতে পারবে।
৩) সর্বচ্চো ৩ জন মিলে এই অ্যাকাউণ্ট খুলতে পারবে।

৪) ১০ বছরের ওপরে সকলে নিজেদের নামে এই অ্যাকাউণ্ট খুলতে পারবে।
৫) বর্তমানে এই স্কিমের অন্তরে ৭% রিটার্ন দেওয়া হচ্ছে। কিন্তু সময় অনুসারে এই সুদের হারে পরিবর্তন সম্ভব।
Post Office Scheme (NSC) কতো টাকা জমা করা যায়ঃ-

১) ১ হাজার টাকা থেকে আপনি বিনিয়োগ করতে পারবেন।
২) এর ওপরে আপনারা যত ইচ্ছে টাকা জমা করতে পারবেন।
৩) একজন ব্যাক্তি একাধিক অ্যাকাউণ্ট খুলতে পারবে।
৪) এই স্কিমের রিটার্নের সময় পাওয়া অর্থ আয়কর বিভাগের ৮০ সি আইনের অন্তর্গত, সেই জন্য আয়করে ছাড় পাওয়া যাবে।

Post Office Scheme (NSC) স্কিম নিয়ে আরও কিছু তথ্যঃ-
১) ৫ বছরের আগে আপনারা এই স্কিম বন্ধ করতে পারবেন না।
২) যদি সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউণ্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায়, তাহলে এই অ্যাকাউণ্ট বন্ধ করে দেওয়া হবে।
৩) এই কারণ ছাড়া কোনোভাবেই ৫ বছরের আগে অ্যাকাউণ্ট বন্ধ করা যাবে না।

Post Office Scheme (NSC) স্কিমে কতো টাকা রিটার্ন পাওয়া যাবেঃ-
১) ১ লা জানুয়ারি ২০২৩ এর কেন্দ্রীয় সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বর্তমানে ৭% সুদ দেওয়া হচ্ছে।
২) ১ লক্ষ টাকা জমা করলে ৫ বছর পর ১,৪০,২৫৫ টাকা রিটার্ন পাওয়া যাবে।
৩) এই হিসাবে আপনারা যত বেশি টাকা জমা করবেন ততো বেশি রিটার্ন পাবেন।

৪) আপনারা আপনাদের নিকটবর্তী যে কোন পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউণ্ট খুলতে পারবেন।
৫) আরও বিস্তারিত তথ্য জানার জন্য www.indiapost.gov.in এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
Post Office Scheme (NSC) স্কিম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Savings Account – বর্তমানে ব্যাংকে কোন নিয়মে টাকা রাখলে নিরাপত্তার সাথে সেভিংস একাউন্টেই পাবেন সর্বোচ্চ সুদ।

Leave a Comment