আমরা সকল ভারতীয়রা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) সম্পর্কে সকলেই জানি। আর এই PPF Scheme-র মাধ্যমে শুধুমাত্র যে সরকারি কর্মীরা (Government Employees) সুবিধা পায় সেটা নয় এই স্কিমের মাধ্যমে দেশের সকল বেসরকারি সরকারি কর্মীরাও অনেক ধরণের সুবিধা পেয়ে থাকেন। আর এবারে বিনিয়োগকারীদের জন্য এবার সামনে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য (EPFO).
Public Provident Fund News for Employees Benefits
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে (Public Provident Fund) আসতে চলেছে বিরাট বদল। ১ অক্টোবর থেকে চালু হবে নতুন নিয়ম গুলি। বর্তমানে দেশের প্রায় প্রতিটা মানুষ চায় তাদের রোজগার করা অর্থ সঞ্চয় করতে। এমতাবস্থায় টাকা বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ পোস্ট অফিসে (Post Office PPF Scheme) একাধিক স্কিম রয়েছে যে গুলিতে সাধারণ জনগণ টাকা ইনভেস্ট করে ভালো রিটার্ন পেয়ে থাকেন।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম
পোস্ট অফিসের যে স্কিম গুলি সবচেয়ে বেশি জনপ্রিয় সে গুলির মধ্যে অন্যতম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। Public Provident Fund-র ক্ষেত্রে তিনি প্রতি বছর সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ১২ টি কিস্তির মাধ্যমে জমা করতে পারেন। বিনিয়োগকারী এতে ৭.১০ শতাংশ সুদ পাবেন।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (Public Provident Fund) গ্রাহকেরা ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন। মূলত কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সেপ্টেম্বর মাসের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিভাগের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী মাসের শুরু থেকে অর্থাৎ ১ অক্টোবর থেকে নতুন নিয়ম জারি করা হবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলুন
তাই কোনো ব্যক্তি যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে বিনিয়োগ (Public Provident Fund Scheme Investment) করে থাকেন তাহলে অবশ্যই নতুন নিয়ম গুলি তার জানা অত্যন্ত প্রয়োজন। আর আগের থেকে এই সকল নিয়ম সম্পর্কে জেনে নিলে আপনাদের খুবই সুবিধা হতে চলেছে, তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক।
Public Provident Fund PPF New Rules
1) বর্তমান সময়ে সরকারের নজর রয়েছে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট গুলির দিকে।
2) সরকার নতুন নির্দেশিকা অনুযায়ী পিপিএফ অ্যাকাউন্ট (PPF Account) গুলিকে পুনরায় নিয়মিত করার পরিকল্পনা করেছে।
3) কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুসারে, যদি একজন ব্যক্তির একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সুদ কেবল মাত্র প্রাথমিক অ্যাকাউন্টে দেওয়া হবে।
4) অন্যান্য অ্যাকাউন্ট গুলির ব্যালেন্স মূল অ্যাকাউন্টের সঙ্গে একত্রিত হয়ে যাবে এবং তারপর সামগ্রিক ব্যালেন্সের উপর সুদ গননা করা হবে।
5) আরও একটি উল্লেখ যোগ্য পরিবর্তন হল, যদি কোনও পিপিএফ অ্যাকাউন্ট (Provident Fund Account) নাবালক বা নাবালিকার নামে খোলা হয়।
6) তাহলে তারা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টে POSA সুদ দেওয়া হবে।
৪৪৪ দিনে FD-তে সবচেয়ে বেশি সুদ! বিনিয়োগ না করলে হাত কামড়াবেন
7) যখন ওই নাবালকের বয়স ১৮ বছর হবে, তখন থেকে সাধারণ সুদের হার প্রযোজ্য হবে।
8) এরপর ম্যাচিউরিটি পিরিয়ডও সেই বয়স থেকেই গণনা করা হবে।
9) পিপিএফ স্কিমে (Public Provident Fund) বিনিয়োগ করার আগে উক্ত নিয়ম গুলি জেনে তবেই বিনিয়োগকারী বিনিয়োগ করা উচিত।
Written by Sampriti Bose.