ভারতের অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পরে সঠিক খাবার দাবার পাননা, যার কারণে মা এবং সন্তান দুজনেরই স্বাস্থ্যের অবনতি ঘটে। আর তাই গর্ভবতী নারী সহ নতুন মায়েদের শারীরিক উন্নতি সহ সার্বিক উন্নয়নের খাতিরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কার্যকরী করা হয়েছে। গর্ভবতী মহিলা এবং নতুন মায়েরা যাতে সঠিক পুষ্টি পায় তার জন্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পটি কার্যকরী করা হয়েছে। আর তাই আজ আমরা এই পোস্টে কারা এই যোজনা সুবিধা পাবেন, কি কি সুবিধা পাবেন, কিভাবে এই যোজনায় আবেদন করা সম্ভব তা সম্পর্কে আলোচনা করতে চলেছি।
চলুন তবে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন ?
এই যোজনার অধীনে গর্ভবতী মহিলা সহ নতুন মায়েরা যাতে সঠিক খাবার গ্রহণ করে নিজেদের পুষ্টি পূরণ করতে পারে এবং ভবিষ্যৎ সন্তানের খেয়াল রাখতে পারেন তার জন্য মহিলাদের ৬০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়ে থাকে। তবে এই টাকাটি মহিলাদের কয়েকটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তিতে মহিলাদের ১০০০ টাকা প্রদান করা হয় এবং দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা, তৃতীয় কিস্তিতে ১০০০ টাকা দেওয়া হয়ে থাকে। সবশেষে চতুর্থ কিস্তিতে ২ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে কেন্দ্র সরকার পক্ষ থেকে।
কারা এই যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ?
১. সমগ্র ভারতের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলারা এই যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. এর পাশাপাশি যেসমস্ত মহিলারা সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তারাও এই প্রকল্পের অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
৩. এমনকী যে সমস্ত মহিলার স্বামী নেই কিংবা যারা একক মা তারাও এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
দেশের এই শহরগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে 5G, এর মধ্যে আপনার শহরের নাম আছে কিনা জেনে নিন
৪. ইতিপূর্বে কেবলমাত্র প্রথম সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এই যোজনা সুবিধা পাওয়া যেত। কিন্তু বর্তমানে দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দিলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
৫. সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পের কোনোরকম সুবিধা পাবেন না।
৬. সন্তানের জন্ম সরকারি হাসপাতালে হোক কিভাবে বেসরকারি হাসপাতালে যেকোন ক্ষেত্রেই এই যোজনার সুবিধা পাবেন নতুন মায়েরা।
আবেদনের পদ্ধতি:-
গর্ভবতী মহিলারা কিংবা যেসকল মহিলা সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তারা আশা কিংবা এনএসএস ইউনিটের মাধ্যমে এই যোজনার অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে এই যোজনার অনুদান পাওয়ার ক্ষেত্রে মহিলাদের প্রথমবার গর্ভধারণের পর সমস্ত নিয়ম মেনে আবেদন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. স্বামীর আধার কার্ড
২. ব্যাংকের পাশ বইয়ের জেরক্স (কোনোরূপ জয়েন্ট অ্যাকাউন্ট গ্রাহ্য করা হবে না)।