Priyamvada Birla Scholarship – পড়ুয়াদের জন্য দারুণ সুখবর, পড়াশোনার সব খরচ পাবেন এই স্কলারশিপে আবেদনের মাধ্যমে।

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের পড়াশোনার খরচ মেটানোর জন্য Priyamvada Birla Scholarship বা প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে সকল পড়ুয়ারা ২৪ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। জেনে রাখা ভালো যে এটি একটি বেসরকারি স্কলারশিপ এর মধ্যে অন্যতম। টাকা ছাড়া বর্তমানের যুগে কোন কাজ করা সম্ভব নয় এই কথা আমরা সকলেই জানি, আর এই সকল কাজের মধ্যে পড়াশোনা অন্যতম। অনেক সময় আমরা আমাদের চারিপাশে এমন অনেক শিক্ষার্থীদের দেখি যারা টাকার অভাবে নিজেদের পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।

Apply For Priyamvada Birla Scholarship To Get Financial Help.

আর মেধা থাকা সত্ত্বেও এই পড়াশোনা ছেড়ে দেওয়ার ফলে আমাদের দেশের ভবিষ্যতেরা অশিক্ষার অন্ধকারে তলিয়ে যায় এবং এই ঘটনা চিরকাল ধরে চলে আসছে। Priyamvada Birla Scholarship 2023 এর মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নিজেদের যোগ্যতা ও পছন্দ মত পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবেন। আজকের এই আলোচনাতে আমরা এই স্কলারশিপে আবেদনের পদ্ধতি, যোগ্যতা সম্পর্কে জেনে নেব।

Priyamvada Birla Scholarship আবেদনের যোগ্যতাঃ-
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
২) ২৫ বছর বয়সের মধ্যে সকলে এই আবেদন করতে পারবেন।
৩) আবেদনকারীর পরিবারের আয় বার্ষিক ৭৫ হাজার টাকার মধ্যে হতে হবে।

৪) আবেদনকারীদের উচ্চমাধ্যমিকে ৪৫% পেতে হবে।
৫) কলা, বাণিজ্য, বিজ্ঞান সকল বিভাগের পড়ুয়ারাই এই আবেদন করতে পারবেন।
Priyamvada Birla Scholarship আবেদনের নথিপত্রঃ-
১) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।

২) দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কসিট।
৩) বর্তমানের নিজের পাসপোর্ট সাইজের রঙিন সাইজের ছবি।
৪) নতুন শ্রেণীতে ভর্তি হওয়ার প্রমাণ।
৫) ব্যাংকের পাশবই এর সকল তথ্য।

৬) পরিবারের আয়ের প্রমাণপত্র।
৭) আগস্ট মাস থেকে এই স্কলারশিপে আবেদন শুরু হবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত এই আবেদন চলবে।
Priyamvada Birla Scholarship আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনের মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন।

WBCHSE HS Result – উচ্চমাধ্যমিকে পাশের হার কত? উচ্চমাধ্যমিক ফলপ্রকাশের আগে গুরুত্বপূর্ণ ঘোষণা।

২) www.southpoint.edu.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন।
৩) আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে।
৪) অ্যাপ্লিকেশন লিঙ্কে গিয়ে নিজেদের সকল তথ্য দিয়ে দিতে হবে।
৫) এই সব কিছু করার পরে আপনাদের আবেদন মঞ্জুর হবে।
৬) প্রিয়ম্বদা স্কলারশিপের তরফে সকল তথ্য যাচাই করে এই আবেদন মঞ্জুর আবেদন করবেন।

তীব্র গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মেনে চলুন এই 5 টি নিয়ম।

Leave a Comment