এবার দেশের ৫টি সমবায় ব্যাংকের ওপর নতুন করে আর্থিক জরিমানা (RBI Penalty) জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ৫টি ব্যাংকের মধ্যে রয়েছে ব্যাংকের বাংলার একটি ব্যাংক। মূলত ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা অপরিসীম। আগে একটা সময় ছিল যখন দেশের অধিকাংশ মানুষের ব্যাংকের একাউন্ট ছিল না। তবে, এখন সেই ছবি এখন পুরোপুরি বদলে গিয়েছে। দেশের অধিকাংশ মানুষই এখন ব্যাঙ্কে টাকা সঞ্চয় করে থাকেন।
RBI Penalty Given By This 5 Banks.
তবে, দেশের মানুষদের অর্থ ব্যাংকে সঞ্চয় রাখার পর যাতে তা সুরক্ষিত থাকে তার জন্য সব সময় নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI). আর, এই নজরদারি চালানোর ক্ষেত্রে কোথাও কোনো রকম অসঙ্গতি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ওই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে ধরে ফেলে আরবিআই। তারপর তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা (RBI Penalty) থেকে শুরু করে লাইসেন্স বাতিল সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
সেরকমই এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের পাঁচটি ব্যাংক কে নতুন করে আর্থিক জরিমানা (RBI Penalty) করা হলো। এই পাঁচটি ব্যাংকের মধ্যে একটি ব্যাঙ্ক অবস্থান করছে পশ্চিমবঙ্গে। তবে, নতুন করে যে পাঁচটি ব্যাংক জরিমানা করা হয়েছে সে গুলোর প্রত্যেকটিই হল সমবায় ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা বিজ্ঞপ্তি অনুসারে, যে সকল ব্যাংকের নাম সামনে এসেছে, সেই প্রত্যেকটি ব্যাংককেই বেশ কিছু পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অর্থসহ ব্যাংককের নাম নিম্নরূপ।
1) উমা কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড – গুজরাতের ভদোদরার এই ব্যাংকের (RBI Penalty) জরিমানার পরিমাণ ৭ লক্ষ টাকা।
2) বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড – বাংলার এই ব্যাংককে ১.১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
3) পিআইজে পিপলস কো অপারেটিভ ব্যাংক লিমিটেড – গুজরাতের খেদার এই ব্যাংককের জরিমানার পরিমাণ ২ লক্ষ টাকা।
Ration Card – রেশন কার্ড নিয়ে বড় আপডেট, নতুন ও পুরনো সকল গ্রাহকদের জন্য।
4) মিজোরাম কো অপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লিমিটেড – আইজলের এই ব্যাংকের জরিমানার পরিমাণ ২ লক্ষ টাকা।
5) শিহোরি নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেড – গুজরাতের এই ব্যাংকে ১ লক্ষ টাকা জরিমানা (RBI Penalty) দিতে হবে।
তবে, দেশের ব্যাংক গুলিকে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রাখতে রিজার্ভ ব্যাংকর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Written by সম্প্রীতি বোস।
Unique ID Card – পশ্চিমবঙ্গে Aadhaar Card এর বদলে এবার করতে হবে এই কার্ড। করলেই পাবেন