আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গে যে সকল চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। রাজ্যে আনন্দধারা প্রকল্পের (Anandadhara Prakalpa) আওতায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আমরা আলোচনা করতে চলেছি আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ কবে, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র কি কি ইত্যাদি বিষয়গুলি।
• আবেদনের শেষ তারিখ:- ২৯ শে জুলাই, ২০২২; বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
(ক) পদের নাম:- বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রভাইডার (Business Development Service Provider)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৭টি।
• বয়স:- এই শূন্য পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই ২৫ থেকে ৪৫ এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স হিসাব করা হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী।
• শিক্ষাগত যোগ্যতা:-
১. আবেদনকারী প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে। যারা বাণিজ্য (Commerce) বিভাগে স্নাতক পাশ করেছেন এক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।
২. অংক এবং বাণিজ্য বিষয়ক জ্ঞান থাকতে হবে।
৩. কম্পিউটার এবং স্মার্টফোন বিষয়ক জ্ঞান থাকতে হবে।
৪. স্থানীয় ভাষায় কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন।
° আবেদনের পদ্ধতি:-
১. আবেদনের ক্ষেত্রে ফর্মটি http://north24parganas.gov.in/index.php ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
২. এরপর ফর্মটি পূরণ করে তার সাথে সমস্ত প্রয়োজনের নথিগুলি যুক্ত করতে হবে।
৩. সবশেষে ফর্মটি এবং নথিগুলি একটি মুখবন্ধ খামে ভরে যুক্ত করে সংশ্লিষ্ট ব্লক অফিসের নির্দিষ্ট ঠিকানায় প্রার্থীদের পাঠাতে হবে।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
Amdanga Development Block –To The Block Development Officer, Amdanga Development Block, Rafipur, Arkhali Amdanga , North 24 Parganas-743221
• ইমেইল অ্যাড্রেস – [email protected]
° Habra-I Development Block – To The Block Development Officer, Habra-I Development Block, Prafulla Nagar, Habra, Pin-743268
• ইমেইল অ্যাড্রেস – [email protected]
• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
২. গ্রাজুয়েশনের মার্কশিট।
৩. বয়সের শংসাপত্র।
৪. জাতিগত শংসাপত্র।
৫. আধার কার্ড।
৬. যে SHG দলে যুক্ত রয়েছেন তার বিবরণ।
৭. বাসিন্দা সার্টিফিকেট।
৮. কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
• নির্বাচন পদ্ধতি:-
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হোন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।