স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য এসে গেল এক দারুন খবর। এখন থেকে স্টেট ব্যাংকে একাউন্ট (SBI Annuity Deposit Scheme) থাকলে প্রতিমাসে ২৩ হাজার টাকা করে পাবেন গ্রাহকরা। মূলত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নানা ধরনের স্কিমে বিনিয়োগ করার বিকল্প প্রদান করে। এবার এসবিআই এমন একটি স্কিম নিয়ে এসেছে যেখানে একবার বিনিয়োগ করলেই প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ রোজগার পাবেন গ্রাহকরা।
SBI Annuity Deposit Scheme 2024 Benefits.
এই স্কিমের নাম হলো SBI Annuity Deposit Scheme. এতে প্রতিমাসে ২৩ হাজার করে পাবেন গ্রাহকরা। কোনো ব্যক্তি যদি প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে চান তাহলে SBI Annuity Deposit Scheme এ তিনি বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে প্রথমে একবার মাত্র অর্থ বিনিয়োগ করলেই পরের মাস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতিমাসে পাবেন গ্রাহকরা।
ব্যাংক থেকে লোন নিলে যেমন প্রতিমাসে গ্রাহককে সুদ সমেত কিস্তি জমা করতে হয়, তেমনি এখানে তার উল্টোটা। এখানে গ্রাহক একবারই টাকা জমা করবেন এবং প্রতিমাসে সেই টাকা সুদ সমিত কিস্তিতে ফেরত পাবেন। পাশাপাশি, স্টেট ব্যাংক এই SBI Annuity Deposit Scheme নমিনি রাখারও সুবিধা দেয়। এখানে গ্রাহক সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। এই স্কিমে আপনি ৩, ৫, ৭ এবং ১০ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। প্রতিটি মেয়াদের জন্য সুদের হার আলাদা।
SBI Annuity Deposit Scheme Interest Rate
1) ৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৩.০০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৩.৫০%।
2) ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৪.৫০% এবং সিনিয়র সিটিজেনদের (SBI Annuity Deposit Scheme For Senior Citizen) জন্য সুদের হার ৫%।
3) ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৫.২৫% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৫.৭০%।
4) ২১১ দিন থেকে ১ বছরেরও কম মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৫.৭৫% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৬.২৫% (SBI Annuity Deposit Scheme).
5) ১ বছর থেকে ২ বছর মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৮০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৩০%।
6) ২ বছর থেকে ৩ বছর মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৭% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৫০%।
7) ৩ বছর থেকে ৫ বছর মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.০০%।
8) ৫ বছর থেকে ১০ বছর মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৫০% (SBI Annuity Deposit Scheme).
9) ১ বছর থেকে ২ বছর মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৮০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৩০%।
10) ২ বছর থেকে ৩ বছর মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৭% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৫০%।
11) ৩ বছর থেকে ৫ বছর মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.০০%।
12) ৫ বছর থেকে ১০ বছর মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৫০%।
এইভাবে SBI Annuity Deposit Scheme একজন ব্যক্তি যদি একমস্তে ১০ লাখ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে প্রতিমাসে ২৩ হাজার টাকা করে পাবেন। ১০ লাখ টাকা জমা করলে ৫ বছরে ৬.৫ শতাংশ হারে সুদের পরিমাণ হবে ৩৮০৪২০ টাকা এবং সুদ সমেত তার মোট আমানত হবে ১৩৮০৪২০ টাকা। অর্থাৎ তিনি বিনিয়োগ করার পরের মাস থেকে প্রতিমাসে ২৩০০৭ টাকা করে পাবেন আগামী ৫ বছর পর্যন্ত।
SBI Annuity Deposit Scheme Investment Process
1) এসবিআই এর SBI Annuity Deposit Scheme এ বিনিয়োগ করার জন্য গ্রাহককে প্রথমে নিকটবর্তী স্টেট ব্যাংকে বা শাখায় যেতে হবে।
2) এরপর সেখানের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।
3) এরপর এই স্কিমের আবেদন ফর্ম, প্রয়োজনীয় নথিপত্র এবং বিনিয়োগের অর্থ জমা করতে হবে।
4) এরপর এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট বা YONO অ্যাপ থেকে অনলাইনের মাধ্যমেও বিনিয়োগ করতে পারবেন।
বন্ধন ব্যাংক গ্রাহকদের কপাল খুলে গেল। গ্রাহকদের জন্য হেব্বি খুশির খবর।
উল্লেখ্য, SBI Annuity Deposit Scheme বা অন্য কোন বিনিয়োগ স্কিমে নিজেদের টাকা জমা করার আগে আপনারা অবশ্যই সকল শর্তাবলী জেনে নিয়ে তবেই টাকা জমা করবেন। করার আগে সমস্ত কিছু বিবেচনা করে ব্যাংকের শাখায় কথা বলে তবেই বিনিয়োগ করা উচিত গ্রাহকদের। এই সম্পর্কে আপনাদের কিছু জানানো হলে নিচে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন।
Written by Sampriti Bose.
ব্যাংক একাউন্ট চালু রাখতে রিজার্ভ ব্যাংকের কড়া নির্দেশ। সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য।