ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল – SBI. এই ব্যাংকের তরফে SBI Asha Scholarship এর সূচনা করা হয়েছে। ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্থাপনা আজ থেকে ৬৭ বছর আগে ১ লা জুলাই ১৯৫৫ সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে ও ব্যাংক অফ মাদ্রাস এই চারটি ব্যাংকে এক করে তৎকালীন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্থাপনা করা হয়। এক সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে এই ব্যাংকের ৪৫ কোটির বেশি গ্রাহক আছে। শুধুমাত্র ব্যাংকিং পরিসেবাই নয় এরই সঙ্গে ষ্টেট ব্যাংকের তরফে দেশের সকল রাজ্যের পড়ুয়াদের জন্য এক বিশেষ স্কলারশিপের ঘোষণা করা হয়েছে।
SBI এর তরফে SBI Asha Scholarship এর সুযোগ আনা হল।
শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এই কথা আমরা সকলেই জানি, আর এই জন্যই সময়ে সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে পড়াশুনার জন্য শিক্ষার্থীদের নানা প্রকারের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় মেধা, বুদ্ধি ও ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক পড়ুয়ারা নিজেদের পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে অসমর্থ হন। এই সকল মেধাবী কিন্তু দারিদ্র পড়ুয়াদের জন্য SBI এর তরফে বার্ষিক স্কলারশিপের সুবিধা নিয়ে আসা হয়েছে।
SBI Foundation এর তরফে দেশের সকল শিক্ষার্থীদের জন্য এই SBI Asha Scholarship এর সুবিধা নিয়ে আসা হয়েছে। এই স্কলারশিপের অন্তর্গত উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশুনার জন্য আর্থিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা বার্ষিক ৫০ হাজার টাকা, আই আই টি স্টুডেন্টরা ৩ লক্ষ ৪০ হাজার, আই আই এম স্টুডেন্টরা ৫ লক্ষ ও PH.D স্টুডেন্টরা ২ লক্ষ টাকা করে পাবেন। আজকে আমরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে সেই সম্পর্কে জেনে নেব।
SBI Asha Scholarship আবেদনের যোগ্যতাঃ-
১) যে কোন ভারতীয় নাগরিক এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
২) দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ পড়ুয়ারা কলেজে ভর্তি হওয়ার সময় এই আবেদন করতে পারবেন।
৩) দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় ৭৫% নম্বর পাওয়া বাধ্যতামূলক।
৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষের কম হতে হবে।
৫) এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা বার্ষিক ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবে।
SBI Asha Scholarship আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) দ্বাদশ শ্রেণীর মার্কশিটের জেরক্স।
২) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৩) বর্তমানে যেই কলেজে আপনারা ভর্তি হতে চলেছেন তার প্রমাণপত্র।
৪) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউণ্টের জেরক্স কপি।
৫) পরিবারের ইনকামের প্রমাণপত্র।
৬) আবেদনকারীর বর্তমানের রঙিন ছবি।
SBI Asha Scholarship কিভাবে আবেদন করবেনঃ-
১) www.buddy4study.com এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
২) এরপর SBI Asha Scholarship Program 2023 এই অপশনে যেতে হবে।
৩) নিচে থাকা Apply Now বাটনে ক্লিক করতে হবে।
৪) আপনাকে প্রথমে নিজেকে রেজিস্টার করে নিতে হবে।
৫) নিজের নাম, মোবাইল নম্বর, ই মেল আইডি, জেন্ডার, রাজ্য ইত্যাদি লিখে রেজিস্টার করে নিতে হবে।
৬) এরপর Start Application এই অপশনে ক্লিক করে নিতে হবে।
SBI Asha Scholarship নিয়ে আরও কিছু তথ্য।
৭) একটি অনলাইন ফর্ম খুলে যাবে, সেখানে আবেদনকারির যাবতীয় তথ্য লিখে দিতে হবে। নির্ভুল ভাবে এই সকল তথ্য দিয়ে দিতে হবে।
৮) পূর্বে উল্লেখিত কিছু নথিপত্র আপনাকে আপলোড করে দিতে হবে।
৯) সকল শর্তাবলি ঠিক করে পরে নিয়ে Submit অপশনে ক্লিক করে দিতে হবে।
১০) এরপর আপনার আবেদন গৃহীত হলে আপনাকে মোবাইল বা ই মেল আইডিতে জানিয়ে দেওয়া হবে।
SBI Asha Scholarship নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।