SBI e-Mudra Loan : গ্যারান্টি ছাড়া মুদ্রা ঋণ দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক! কিভাবে টাকা পাবে গ্রাহকরা?

দেশবাসীকে সাহায্য করার উদ্দেশ্যে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক (SBI e-Mudra Loan). আপনি কি ব্যবসা (MSME Loan) করেন? কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য মূলধন নেই? আর চিন্তা নেই! এবার এই মুশকিল আসান হয়ে এসেছে SBI (State Bank of India). ভারতীয় স্টেট ব্যাঙ্কের মাধ্যমে আপনারা এবার সহজেই পেয়ে যাবেন ব্যবসার জন্যে 1 লক্ষ টাকা লোন। ক্ষুদ্র ও ছোট ব্যবসায়িকদের আর কষ্ট করে যেখান সেখান থেকে নিজের ব্যবসা বাড়ানোর জন্যে লোন (Business Loan) নিতে হবে না।

How to Get SBI e-Mudra Loan Online.

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সহজেই নিজের ব্যবসা বাড়ানোর জন্য 1 লক্ষ টাকা SBI e-Mudra Loan নিতে পারবেন। এর জন্যে কোনো স্থায়ী আয় লাগবে না, এমন কি সিবিল স্কোরেরও (CIBIL Score) প্রযোজন নেই। এই স্কীম চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2015 সালে এই স্কীমটি (Mudra Loan Scheme) চালু করেন। এই স্কীমের নাম E Mudra Loan Yojana. এই লোনের মাধ্যমে এখন পর্যন্ত বহু ক্ষুদ্র ব্যবসায়িকরা উপকৃত হয়েছেন।

এসবিআই ই মুদ্রা লোন

এই প্রকল্পের সুবিধা স্টেট ব্যাঙ্ক ছাড়াও আরো অন্য ব্যাংক গুলো দিয়ে থাকে। তবে সেক্ষেত্রে সেই সব ব্যাঙ্কে গিয়ে লোনের জন্যে আবেদন করতে হয়। কিন্তু SBI এর ক্ষেত্রে আপনারা বাড়িতে বসেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন। দেশের কোটি কোটি ছোট ক্ষুদ্র ব্যবসায়ীকরা SBI e-Mudra Loan নিয়ে উপকৃত হয়েছেন। এই লোনের জন্যে আবেদন করবেন কিভাবে তা দেখুন।

SBI e-Mudra Loan Online Apply

1) আবেদনকারীকে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপরে মুদ্রা যোজনা (E Mudra Yojana) সম্পর্কিত সেকশনে যেতে হবে।
3) এরপরে একটি আবেদন পত্র আসবে তা ঠিক মত পূরণ করতে হবে। এখানে নিজের নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যবসার নাম, ব্যবসার অন্যান্য বিবরণ, কত টাকা ঋণ নেবেন সে গুলি সব উল্লেখ করতে হবে।
4) এরপরে একটি নতুন পেজ খুলবে সেখানে যে সব নথি চাইবে তা আপলোড করে দিতে হবে।

SBI e-Mudra Loan Offline Apply in Branch

  • কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে যেই ব্যাংকটিতে আপনার অ্যাকাউন্ট আছে এবং সেই ব্যাংক যদি এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকে তাহলে সেখানে যোগাযোগ করুন।
  • এরপরে তারা একটি আবেদন পত্র দেবে তা ঠিক মত পূরণ করতে হবে।
  • আর কোন ধরনের ব্যবসা করতে চান এবং তার জন্যে কত লোন লাগবে সে গুলো উল্লেখ করতে হবে।
  • এরপরে এই সব ব্যাঙ্কের কাছে জমা দিতে হবে।
  • এরপরে ব্যাঙ্কের তরফ থেকে একটি রশিদ দেওয়া হবে আর SBI e-Mudra Loan টি অনুমোদন পেয়ে গেলে আবেদনকারীর অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে।
Indian Currency (ভারতীয় ২০০০ টাকার নোট)

SBI e-Mudra Loan Apply Documents

1) দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
2) পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড।
3) কাস্ট সার্টিফিকেট (Caste Certificate).
4) GSTIN নম্বর এবং ইন্ডাস্ট্রি আধার নম্বর।

বন্ধন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে সুদের হার 7%. এখনই খুলে নিন

5) ব্যবসার আয়ের প্রমান।
6) ব্যবসার ঠিকানার প্রমান।
7) ব্যবসার প্রমান।
8) 12 মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট (Bank Account Statement).
9) গত 2 বছরের আয়কর রিটার্ন ফাইল (ITR Filling).
Written by Ananya Chakraborty.

Leave a Comment