বেকার যুবক যুবতীদের জন্য এসে গেল বড়ো সুযোগ। দেশের সর্ব বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির (SBI Recruitment) সুবর্ণ সুযোগ পেতে চলেছেন অনেকেই। একবার স্টেট ব্যাঙ্কের (State Bank of India) এই বিশেষ পোস্টে চাকরি পেয়ে গেলে মাস গেলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন সকলে। বর্তমানে দেশে বেকার যুবক যুবতীর সংখ্যা নিতান্তই কম নয়। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্কে চাকরি (Bank Job) করতে চান।
SBI Recruitment 2024.
কিন্তু, বারংবার ব্যাঙ্কে চাকরির জন্য পরীক্ষায় বসেও তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তবে, আশাহত না হয়ে সে সব ব্যক্তিদের এবার খুশি হওয়া উচিত। কারণ যে সমস্ত ব্যক্তিরা ভারতের সর্ব বৃহৎ সরকারি ব্যাঙ্কে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (SBI Recruitment) করেছে। আর এই বিজ্ঞপ্তি সামনে আসার পর থেকেই উচ্ছ্বাসিত রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থী।
SBI Recruitment Vacancy Name
সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড), সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট), প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি), প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজ়নেস), রিলেশনশিপ ম্যানেজার, ভিপি ওয়েলথ, রিলেশনশিপ ম্যানেজার-টিম লিড, রিজিয়নাল হেড, ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট এবং ইনভেস্টমেন্ট অফিসার।
SBI Recruitment Vacancy & Age
জানা গিয়েছে মোট শূন্যপদের সংখ্যা ১০৪০ টি। চুক্তির ভিত্তিতে সমস্ত পদে পাঁচ বছরের জন্য কর্মীদের নিয়োগ (SBI Recruitment) করা হবে। এর মধ্যে প্রথম এক বছর তাঁদের ‘প্রবেশন’ এ রাখা হবে। উল্লেখিত এই সমস্ত পদে আবেদনকারীদের জন্য কোনও বয়স সীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তাই এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারবেন আবেদনকারীরা।
SBI Recruitment Qualification
বিভিন্ন পদ গুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে। তার মধ্যে প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি) পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.BA অথবা M.I অথবা M.Tech অথবা B.I অথবা B. Tech ডিগ্রি থাকতে হবে এবং ব্যাংকিং টেকনোলজি ক্ষেত্রে ন্যূনতম চার বছর চাকরির অভিজ্ঞতাও থাকতে হবে।
SBI Recruitment Salary
স্টেট ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে পদ অনুযায়ী নিযুক্তদের বার্ষিক বেতনের পরিমাণ হবে ২৬ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক সিলেকশনের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।
SBI Recruitment Application Fees
স্টেট ব্যাংকের এই নিয়োগ পদে আবেদন করতে হলে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আবেদনকারীদের ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অনলাইন পেমেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীদের কাছে। তবে অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ নন রিফান্ডেবল অর্থাৎ ফেরত যোগ্য নয়।
মুখ্যমন্ত্রী দিলেন বড় সুখবর! ৭.৫ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে পশ্চিমবঙ্গে
SBI Recruitment Apply Start & Last Date
উল্লেখিত পদ গুলোতে আবেদন পাঠানোর সময়সীমা ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ১৯ জুলাই থেকে আবেদন পত্র গ্রহণ করতে শুরু করে দিয়েছে এই সংস্থা। আগামী ৮ আগস্ট আবেদনের শেষ দিন। এখনো হাতে রয়েছে বেশ কয়েক দিন। তাই আর দেরি না করে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের দ্রুত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
Written by Sampriti Bose.