এখন থেকে SBI Savings Account গ্রাহকরা সর্বোচ্চ কত টাকা রাখতে পারবেন, সেই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তার গ্রাহকদের জন্য এই বিরাট ঘোষণাটি করল। দেশের অন্যান্য সকল ব্যাঙ্কের মধ্যে এসবিআই এর গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি।
SBI Savings Account Benefits & Interest Rates.
এই ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য নিত্য নতুন অফার নিয়ে আসে। তবে এসবিআইতে শুধুমাত্র এক ধরনের SBI Savings Account খোলা হয় না। এখানে সাধারণ মানুষকে অনেক ধরনের Savings Account খোলার সুবিধা দেওয়া হয়। আবার এই প্রত্যেকটি সেভিংস অ্যাকাউন্টের (Savings Account on SBI) আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে।
স্টেট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট
এসবিআইতে তিন ধরনের সেভিংস অ্যাকাউন্টের (SBI Savings Account) সুবিধা পেয়ে থাকেন গ্রাহকেরা। এই অ্যাকাউন্ট গুলো থেকে বিনামূল্যে অনেক পরিষেবা পেয়ে থাকেন গ্রাহকেরা। আর দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হওয়ার জন্য সকল গ্রাহকরা এই ব্যাঙ্কেই নিজেদের অ্যাকাউন্ট খুলতে পছন্দ করেন। তাই কোন ধরণের অ্যাকাউন্ট খুললে আপনাদের সুবিধা হতে চলেছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
SBI Basic Savings Account
প্রত্যেক গ্রাহকই KYC-র মাধ্যমে SBI Savings Account খুলতে পারে। তিনি যে কোনো শাখায় গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। মূলত যাদের আয় কম বা কম টাকা জমানো সম্ভব তাদের জন্য এই অ্যাকাউন্ট উপযুক্ত। এক্ষেত্রে ন্যূনতম টাকা রাখার কোনো সীমা নেই। এছাড়া এটিতে টাকা জমা করার জন্য কোন সর্বোচ্চ সীমা নেই। এক্ষেত্রে গ্রাহকেরা একটি Rupay Debit Card পেয়ে থাকেন। তবে এই অ্যাকাউন্টে চেক বুক পরিষেবা পাওয়া যায় না।
SBI Basic Savings Small Deposit Account
এই অ্যাকাউন্টটি ১৮ বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি খুলতে পারেন। এই অ্যাকাউন্টের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক নয় অর্থাৎ যাদের কেওয়াইসি ডকুমেন্ট নেই তারাও এই অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। এই অ্যাকাউন্টে বেসিক সেভিংস অ্যাকাউন্টের (SBI Savings Account) অনেক সুবিধা পেয়ে থাকে গ্রাহকেরা। এখানে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা রাখা যাবে।
SBI Savings Bank Account
গ্রাহকেরা মোবাইল ব্যাংকিং, এসএমএস অ্যালার্ট, ইন্টারনেট ব্যাংকিং, ওয়াইএনও, স্টেট ব্যাঙ্ক এনিহোয়ার, এসবিআই কুইক মিসড কল ইত্যাদি পরিষেবা পাবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের (SBI Savings Account) মাধ্যমে। এর পাশাপাশি এই অ্যাকাউন্টে তিনি একটি আর্থিক বছরে ১০ টি চেক বিনামূল্যে পাবেন। এরপরে ১০ টি চেকের দাম ৪০ টাকা প্লাস জিএসটি এবং ২৫ টি চেকের দাম ৭৫ টাকা প্লাস জিএসটি হিসেবে দিতে হবে। এই একাউন্টেও সর্বোচ্চ টাকা রাখার কোন সীমা নেই।
উক্ত তিনটি ক্ষেত্র SBI Savings Account এসবিআইতে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা। তাই আর দেরি না করে বিশেষ সুবিধা গুলি গ্রহণ করতে এই তিনটি সেভিংস অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করা উচিত গ্রাহকদের। তবে, যদি কোনো গ্রাহকের স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে তিনি তার স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে যত খুশি টাকা রাখতে পারেন।
SBI Savings Account টাকা রাখার কোনো লিমিট (Maximum Balance) নেই, গ্রাহক তার ইচ্ছা মতো যত খুশি টাকা রাখতে পারেন এর জন্য ব্যাংকের তরফ থেকে কোন চার্জ কাটা হবে না এবং সরকারের তরফ থেকেও কোন ট্যাক্স কাটা হবে না। কিন্তু স্টেট ব্যাঙ্কে যদি মাইনর অ্যাকাউন্ট (SBI Minor Account) থেকে থাকে তাহলে গ্রাহক স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা রাখতে পারবেন।
মূলত মাইনর অ্যাকাউন্ট বলতে বুঝায় ১৮ বছরের নীচে যে সকল বাচ্চা বা ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্ট। এছাড়া স্টেট ব্যাঙ্কের মাইনর সেভিংস অ্যাকাউন্টে এক সঙ্গে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্তই জমা করতে পারবেন গ্রাহকেরা। তাই সমস্ত বিষয়টি বুঝে নিয়ে তবেই গ্রাহকদের স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলা উচিত। এই সম্পর্কে আরও জানতে কাছাকাছি কোন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন।
Written by Sampriti Bose.