বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই চান টাকা সঞ্চয় করতে (SBI Savings Account). আর এই টাকা সঞ্চয়ের জন্য অধিকাংশ মানুষই মিউচুয়াল ফান্ড (SBI Mutual Fund), সেভিংস অ্যাকাউন্ট (Bank Account) পছন্দ করেন। বেশির ভাগ মানুষই ব্যাংকের সেভিংস একাউন্টে সঞ্চিত রাখেন। দেশের যে কোনো প্রাপ্ত বয়স্ক নাগরিক খুব সহজেই স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট (State Bank Of India Savings Account) খুলতে পারবে। স্টেট ব্যাঙ্কে শাখা থেকে বা স্টেট ব্যাংক থেকে সরাসরি কোন ঝামেলা ছাড়াই ১ দিনের মধ্যে একাউন্ট ওপেন করা যায়।
SBI Savings Account Interest Rate, Benefits Online Apply Process 2024.
এছাড়াও স্কুল পড়ুয়া ও বাচ্চার নামেও SBI Savings Account Open করতে পারবেন সেক্ষেত্রে ওই বাচ্চার অ্যাকাউন্টটি (SBI Account) মাইনর একাউন্ট হবে। স্টেট ব্যাঙ্কে একাধিক ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু স্টেট ব্যাঙ্কের সকল সেভিংস অ্যাকাউন্টেই গ্রাহকেরা ২.৭০ শতাংশ সুদ পাবেন। স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে শুধু তিনি প্রতি বছরে পাবেন।
SBI Savings Account’s Interest Rate 2024
1) Savings Bank Account এর ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ২.৭০ শতাংশ।
2) Basic Savings Bank Deposit Account এর ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ২.৭০ শতাংশ।
3) Basic Savings Bank Deposit Small Account এর ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ২.৭০ শতাংশ।
4) Savings Plus Account এর ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ২.৭০ শতাংশ।
5) Savings Account for Minors এর ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ২.৭০ শতাংশ।
6) Insta Plus Video KYC Savings Account এর ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ২.৭০ শতাংশ।
7) Resident Foreign Currency Domestic Account এর ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ২.৭০ শতাংশ।
8) Motor Accidents Claim Account (MACT) এর ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ২.৭০ শতাংশ।
SBI Savings Account Minimum Balance
1) Savings Bank Account এর ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ ০ টাকা।
2) Basic Savings Bank Deposit Account এর ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ ০ টাকা।
3) Basic Savings Bank Deposit Small Account এর ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ ০ টাকা।
4) Savings Plus Account এর ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ ০ টাকা।
5) Savings Account for Minors এর ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ ০ টাকা।
6) Motor Accidents Claim Account (MACT) এর ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ ০ টাকা।
7) Insta Plus Video KYC Savings Account এর ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ ব্যাঙ্ক ও অ্যাকাউন্ট অনুযায়ী নির্ধারিত হয়।
8) Resident Foreign Currency Domestic এর ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ Account USD 500, GBP 250, and EURO 500.
SBI Savings Account থেকে গ্রাহকেরা প্রতিদিন কত টাকা ট্রানজেকশন বা লেনদেন করতে পারবেন সে বিষয়ে তিনি স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টাল থেকে চেক করে নিতে পারবেন। তবে, স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন কাজে জন্য চার্জ কাটা হয়ে থাকে। আর আগের থেকে এই সম্পর্কে আপনার জানা না থাকলে দরকারের সময় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।
SBI Savings Account Rate & Charges
- ডুপ্লিকেট পাস বুকের (SBI Duplicate Passbook) ক্ষেত্রে চার্জ কাটার পরিমাণ ১০০ টাকা + জিএসটি
- জরুরী চেক বই এর ক্ষেত্রে চার্জ কাটার পরিমাণ ৫০ টাকা + জিএসটি।
- SBI Savings Account খোলার তারিখ থেকে ১৪ দিন এবং ১ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য চার্জ কাটে ৫০০ টাকা + জিএসটি।
- SBI ATM Card-র ধরন অনুযায়ী চার্জ কাটে ১০০ টাকা থেকে ৩০০ টাকা + জিএসটি।
- মাল্টি সিটি SBI Cheque Book ইস্যু করার জন্য চার্জ কাটে ৪০ টাকা + জিএসটি ৭৫ টাকা + জিএসটি।
50000 টাকার ঋণ দিচ্ছে সরকার বিনা গ্যারান্টিতে! আবেদন করুন সহজ পদ্ধতিতে
উক্ত এই সকল বিষয় গুলি ভালোভাবে জেনে তবেই গ্রাহকদের SBI Savings Account খোলা উচিত বা যাদের বর্তমানে এই সেভিংস অ্যাকাউন্ট আছে তারা এই সকল জিনিস সম্পর্কে জেনে নিলে অনেকটাই সুবিধা করতে পারবেন। আর এবারে এই সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Sampriti Bose.