Shyam Lata Garg Scholarship: শ্যাম লতা গার্গ স্কলারশিপ ২০২৪। আবেদন পদ্ধতি দেখুন একনজরে

পড়ুয়াদের জন্য এবারে শ্যাম লতা গার্গ স্কলারশিপের (Shyam Lata Garg Scholarship) মাধ্যমে এক দারুণ সুযোগ। বর্তমানে আমাদের দেশে সরকারি স্কলারশিপের (Government Scholarship) পাশাপাশি বেসরকারি স্কলারশিপও (Private Scholarship) দেওয়া হয়ে থাকে অনেক সংস্থার মাধ্যমে। আর এই স্কলারশিপ বা বৃত্তির মাধ্যমে সকল পড়ুয়াদের সুবিধা হয় পড়াশোনা করার সময়।

Shyam Lata Garg Scholarship 2024

পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) হোক বা কেন্দ্রীয় সরকারের তরফে (Government of India) ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship), স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship), ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে আমরা Shyam Lata Garg Scholarship সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেব।

শ্যাম লতা গার্গ স্কলারশিপ ২০২৪

এই স্কলারশিপে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এই সকল পড়ুয়াদের জন্য আলাদা আলাদা ভাগ থাকে, কিন্তু এই স্কলারশিপে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। এই Shyam Lata Garg Scholarship টি দয়ানন্দ ফাউন্ডেসনের তরফে দেওয়া হয়ে থাকে। আগামী ৩০ শে অক্টোবর ২০২৪ এর মধ্যেই আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

আর এই স্কলারশিপের মাধ্যমে ১০০০০ থেকে ৩৫০০০ টাকা দেওয়া হয়ে থাকে। CBSE বোর্ডের পড়ুয়া হলে ৮০% এবং অন্যান্য বোর্ডের পড়ুয়া হলে তাদেরকে ৭০% নম্বর পেতে হবে আবেদন করার জন্য। আবেদনকারির বয়স ২০ এর মধ্যে হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় ৮ লাখ টাকার বেশি হলে হবে না।

বাংলা আবাস যোজনা নতুন লিস্ট। আপনার নাম চেক করুন

স্কলারশিপে আবেদনের পদ্ধতি

  • আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
  • পারিবারিক আয়ের প্রমানপত্র
  • ব্যাঙ্কের তথ্য
  • বর্তমান সময়ের ছবি

কিভাবে আবেদন করবেন?

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই Shyam Lata Garg Scholarship 2024 এর জন্য সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। Buddy4Study এই ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে আপনারা উপরোক্ত স্কলারশিপের নাম সিলেক্ট করার মাধ্যমে এর পর স্টার্ট অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে নিজের যাবতীয় তথ্য দেখে নেওয়ার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং এর জন্য কোন প্রকারের টাকা দিতে হবে না।