Sishu Sathi Scheme – পশ্চিমবঙ্গে শুরু শিশুসাথী প্রকল্প। বাচ্চাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

এবার রাজ্যের শিশুদের জন্য শিশু সাথী প্রকল্পের (Sishu Sathi Scheme) অধীনে নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee). এই প্রকল্পের মাধ্যমে শৈশবকালে শিশুদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিনামূল্যে অস্ত্রোপচারের সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে।বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী ২০১৩ সালের আগস্ট মাসে শিশুসাথী প্রকল্পের (Sishu Sathi Scheme) ঘোষণা করেন।

Sishu Sathi Scheme Big Announcement.

রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারির মাধ্যমে তাদের জীবন ফিরিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায়, শিশু জন্মানোর সময় বিভিন্ন রোগ নিয়ে জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণের পরেও বিভিন্ন সমস্যা দেখা যায়। বিশেষ করে যে সকল শিশু হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, সেই সকল শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারির ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার শিশুসাথী প্রকল্পের (Sishu Sathi Scheme) ঘোষণা করেন।

কারণ বর্তমান দিনের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের রোগ মুক্ত জীবন দেওয়া আবশ্যক। শিশুসাথী প্রকল্পের (Sishu Sathi Scheme) মাধ্যমে শিশুদের হার্ট সংক্রান্ত বেশ কয়েকটি রোগব্যাধির বিষয়ে বিনামূল্য চিকিৎসা করা হয়ে থাকে যার ফলে তারা সুস্থ থাকতে পারে। যে সকল রোগের বিষয়ে চিকিৎসা করা হয়ে থাকে, সেই বিষয় গুলি নিম্নরূপ।

Sishu Sathi Scheme All Treatment

1) হার্টে ফুটোর সমস্যা।
2) হার্টে রক্ত চলাচলের সমস্যা।
3) হৃদযন্ত্রের বিভিন্ন প্রকারের সমস্যা।
4) কনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা ইত্যাদি।
5) শিশুর ১২ বছর বয়স পর্যন্ত হার্টের যেকোনো ধরনের সমস্যা বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) করাতে পারবেন।

Sishu Sathi Scheme Treatment Hospitals

1) দুর্গাপুর মিশন হাসপাতাল (Durgapur Mission Hospital).
2) কলকাতা বি এম বিড়লা হাসপাতাল (BM Birla Hospital).
3) কলকাতা আর এন টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস (RN Tagore Hospital).
4) কলকাতা এস এস কে এম হাসপাতাল (SSKM Hospital).
5) কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ (RG Kar Medical Hospital).
6) কলকাতা বি সি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন (BC Roy Hospital For Children).

SBI E Mudra Loan (স্টেট ব্যাংক ই মুদ্রা লোন)

Sishu Sathi Scheme Apply Documents

1) শিশুর এবং শিশুর অভিভাবকের আধার কার্ড (Aadhaar Card).
2) শিশুর মায়ের বা শিশুর অভিভাবকের ভোটার কার্ড (Voter ID Card).
3) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
4) শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র।
5) আবেদনকারীর দুটি পাসপোর্ট সাইজের ফটো।
6) আবেদনকারী যদি বিপিএল অন্তর্ভুক্ত হয় তাহলে বিপিএল সার্টিফিকেট।

প্রতিমাসে 3000 টাকা দেবে মোদী সরকার। এই কার্ড বানালেই। বাজেটের পর দারুণ সুখবর।

Sishu Sathi Scheme Apply Process

শিশুসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জেলা স্বাস্থ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে আবেদনকারীকে। এরপর, সেখান থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার জন্য পশ্চিমবঙ্গ সরকারের www.wb.gov.in এই ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন আবেদনকারী। এভাবে উক্ত পদ্ধতি অবলম্বন করে শিশুদের বিনামূল্যে চিকিৎসা করানোর ব্যবস্থা করতে পারেন তাদের অভিভাবকরা।
Written by Sampriti Bose.

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মহিলারা পাবে 12 হাজার টাকা! পুরুষরা পাবে 6 হাজার।

Leave a Comment