Gold Bonds Returns : FD-তে বিনিয়োগ ভুলে যান! টাকা ডবল করতে সার্বভৌম গোল্ড বন্ড স্কিমে (SGB) বিনিয়োগ করুন

বর্তমানে অনেকেই রয়েছেন যারা বিনিয়োগ করতে পছন্দ করেন (Gold Bonds Returns). আর সেই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা সোনা কিনে থাকেন। তোর সোনা (Gold) কেনার থেকেও গোল্ড বন্ড (Gold Bond Scheme) কিনলে তাতে প্রচুর লাভ পাওয়া যাচ্ছে। অনেকেই এই সুযোগে সার্বভৌম গোল্ড বন্ড (Sovereign Gold Bond) কিনে রেখে দিচ্ছেন। কারণ যখন দাম চড়া হবে এই গুলি বিক্রয় করবেন তারা এবং ডবল লাভ (Double Your Money) পাবেন।

Gold Bonds Returns in India 2024.

তাছাড়া গহনার সোনা কেনার চেয়ে গোল্ড বন্ড (Gold Bonds Returns) কেন বেশি লাভজনক। মূলত আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এমন অনেক স্কিম আছে যে গুলিতে রিটার্ন হিসেবে মোটা টাকা পাওয়া যায় বলে নির্দিষ্ট সময় পর বিনিয়োগকারীর ডবল টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। টাকা ডবল হওয়ার আশায় বহু মানুষ পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে এবং ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন। তবে সম্প্রতি দ্বিগুণ টাকা রিটার্ন হিসেবে পাওয়ার বিশেষ সুবিধা দিচ্ছে গোল্ড বন্ড।

সার্বভৌম গোল্ড বন্ড স্কিম (SGB)

সম্প্রতি কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর সোনার ক্ষেত্রে আমদানি শুল্ক অনেকটা হ্রাস পেয়েছে। আগের থেকে কিছুটা কমেছে সোনার দাম। এরই মধ্যে সরকারের তরফ থেকে সভেরিন গোল্ড বন্ডের (Gold Bonds Returns) কিছুটা অংশের চূড়ান্ত খালাস মূল্য ঘোষণা করা হয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রামে ৬৯৩৮ টাকা। ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এই চূড়ান্ত গড় মূল্যের সময় সীমা নির্ধারণ করা হয়েছিল।

কিভাবে অনলাইনে সার্বভৌম গোল্ড বন্ড কিনবেন

এটি প্রকাশ করা হয়েছিল ৫ আগস্ট ২০১৬ সালে। সেই সময় আরবিআই (Reserve Bank of India) ৩১১৯ টাকা দামে সোনা বাজারে এনেছিল। সে সময় SGB এর অধীনে গোল্ড বন্ডে বিনিয়োগকারীরাও অত্যন্ত ভালো রিটার্ন পেয়েছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে, Gold Bonds Returns তে যে কোনো বিনিয়োগকারী অকালে সোনা বিনিয়োগ করে তার থেকে অর্জিত মুনাফা জমা করতে পারেন।

গোল্ড বন্ডে বিনিয়োগ

এই স্কিমটি ৮ বছরে ১২২ শতাংশ রিটার্ন দিয়েছে। SGB এর অধীনে সোনা বিক্রি করতে চাইলে গ্রাহক ২.২ গুণ টাকা রিটার্ন পাবেন অর্থাৎ Gold Bonds Returns অধীনে যদি ২০১৬ সালে কোনো বিনিয়োগকারী ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তবে তিনি বর্তমান হিসাব অনুসারে ২.২ লক্ষ টাকা রিটার্ন হিসেবে পাবেন। এই ৮ বছরে বিনিয়োগকারীরা মোট রিটার্ন পেয়েছেন ১৪৪ শতাংশ অর্থাৎ এক্ষেত্রে ১২ শতাংশের একটি CAGR হয়েছে। এই বন্ড খালাসের তারিখ স্থির করা হয়েছে ৫ অগাস্ট ২০২৪।

Gold Rate (সোনার দাম)

এই বন্ড অকালে খালাস করার জন্য বিনিয়োগকারীরা কুপন পেমেন্টের তারিখের ৩০ দিন আগে ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা SHCIL অফিস, পোস্ট অফিস এজেন্টের সাথে যোগাযোগ করতে হয়। বিনিয়োগকারীর অনুরোধ গৃহীত হওয়ার পর নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। তবে, অকাল প্রত্যাহার Gold Bonds Returns উপর কর প্রদান করতে হয় দুটি উপায়ে।

45 টাকা বিনিয়োগে 25 লাখ রিটার্ন! LIC গ্রাহকদের দারুণ সুযোগ দিচ্ছে

সেই দুটি হলো বন্ডের মেয়াদপূর্তিতে প্রাপ্ত মূলধন সুবিধা এবং অর্ধবার্ষিক সুদের আয়। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, বন্ড থেকে প্রাপ্ত আয় ভারতীয় আয়কর আইন অনুসারে করযোগ্য হবে। তবে বন্ড স্থানান্তর করার সময় যে কোনো ব্যক্তির দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর সূচকের মুনাফা দেওয়া হবে। এই বন্ডে TDS প্রযোজ্য নয়। অর্থাৎ এই বন্ড (Gold Bonds Returns) কিনলে গ্রাহকদের অনেক বেশি সুবিধা হবে এমনটা বলাই যায়।
Written by Sampriti Bose.

Leave a Comment