আপনারা অনেকেই যারা অগ্নিপথ প্রকল্পে আবেদন করতে চাইছেন তাদের জন্য এই খবরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। অগ্নিপথ প্রকল্পে ফিজিক্যাল টেস্টের পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হবে। ইতিমধ্যেই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বায়ুসেনাতে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরজন্য লিখিত পরীক্ষাতে কোন কোন বিষয় থাকবে, সিলেবাস কী (Agneepath Syllabus), Question Paper কি, পরীক্ষার প্যাটার্ন ইত্যাদি সমস্ত কিছু সম্পর্কে নীচে আলোচনা করা হলো।
• অগ্নিপথ প্রকল্পের লিখিত পরীক্ষার সিলেবাস ও Question Paper জানতে কী করবেন (Agneepath Syllabus)?
(১) প্রথমে agnipathvayu.cdac.in এই ওয়েবসাইটে যেতে হবে।
(২) এবার ডানদিকের তিনটি লাইনের চিহ্ন বিশিষ্ট আইকনটিতে ক্লিক করে CANDIDATE এর অধীনে Syllabus and Model Question Paper এ ক্লিক করবেন।
(৩) তাহলে English, Mathematics, Physics ও RAGA এই চারটি বিষয়ের অপশন দেখাবে।
[উল্লেখ্য, RAGA সাবজেক্টটি হলো Reasoning & General Awareness (RAGA)]
(৪) আপনি যে বিষয়ের সিলেবাস ও Model Question Paper দেখতে চান সেটিতে ক্লিক করে Download অপশনে ক্লিক করবেন।
তাহলেই উক্ত বিষয়ের সিলেবাস ও Model Question Paper এর পিডিএফ ফরম্যাটে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।
• পরীক্ষার প্যাটার্ন :-
(১) এয়ারফোর্স নিয়োগের পরীক্ষা অনলাইন অবজেক্টিভ টাইপ পরীক্ষার মতো হবে।
(২) প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর করে দেওয়া হবে।
(৩) কোনো প্রশ্নের উত্তর না সিলেক্ট করলে কোনো নম্বর দেওয়া হবে বা কাটা কিছুই করা হবে না।
(৪) প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্কস কাটা যাবে অর্থাৎ চারটি ভুল উত্তর দিলে এক নম্বর বাদ যাবে।
• কারা কোন বিষয়ের ওপরে পরীক্ষা দেবে?
(১) যাদের সায়েন্স বিষয় রয়েছে তারা ইংরেজি, ফিজিক্স ও অংক এই তিনটি বিষয়ের ওপরে ৬০ মিনিটের পরীক্ষা দেবে।
(২) যাদের সায়েন্স বাদ দিয়ে অন্য সাবজেক্ট রয়েছে তারা ইংরেজি এবং RAGA (Reasoning & General Awareness) সাবজেক্টের ওপরে ৪৫ মিনিটের পরীক্ষা দেবে।
(৩) যাদের সায়েন্স ও আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে তারা ইংরেজি, ফিজিক্স, অংক ও RAGA (Reasoning & General Awareness) চারটি বিষয়ের ওপরেই ৮৫ মিনিটের পরীক্ষা দেবে।
• এবিষয়ে আরও বিস্তারিত জানতে এই পিডিএফ লিংকে ক্লিক করুন – Link
সরকারি চাকরি সংক্রান্ত এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটে ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।