TATA Scholarship 2024 : টাটা স্কলারশিপে আবেদন করলে পাবেন 12000 টাকা! সকল খুঁটিনাটি এক নজরে

দেশের সকল মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য টাটা স্কলারশিপ (TATA Scholarship 2024) নিয়ে হাজির হলেন শিল্পপতি স্যার রতন টাটা (Sir Ratan Tata). আমরা সকলেই দেখি যে আমাদের ছারিপাসীমন অনেক পড়ুয়া আছে যারা টাকার অভাবে নিজেদের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয় আর এই জন্য সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা নানান ধরণের স্কলারশিপ (Scholarship 2024) নিয়ে আসে এই সকল পড়ুয়াদের সাহায্য করার জন্য।

TATA Scholarship 2024 Details.

দেশের প্রায় প্রতিটি পড়ুয়াই চায় পড়াশোনা শিখে জীবনে উন্নতি করতে। তবে, এখনো দেশে এমন অনেক পড়ুয়া রয়েছে যারা মেধাবী হলেও দারিদ্রতার কারণে পড়াশোনা ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারছে না। অল্প বয়স থেকে তাদেরকে পড়াশুনা ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয় (TATA Scholarship 2024). এমতাবস্থায় তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিল টাটা গ্রুপ।

TATA Capital Pankh Scholarship Programme 2024-25

দেশের সকল মেধাবী অসহায় ছেলে মেয়েদের সাহায্য করতে টাটা ইতি মধ্যেই স্কলারশিপ (TATA Scholarship 2024) চালু করেছে। শুধু তাই নয় বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে বিভিন্ন প্রকার বেসরকারি স্কলারশিপ কার্যকর করা হয়েছে। সেই সমস্ত বেসরকারি স্কলারশিপ গুলির (Private Scholarship 2024) মধ্যে টাটা ক্যাপিটাল লিমিটেড এর টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ (Tata Pankh Scholarship 2024) বিশেষভাবে উল্লেখযোগ্য।

TATA Scholarship 2024 Apply Criteria

  • আবেদনকারীদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীকে সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় অবশ্যই ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম হতে হবে।
  • আবেদনকারী ছাত্র ছাত্রীকে কোন সরকারি বা বেসরকারি, কলেজ বা সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

TATA Scholarship 2024 Apply Qualification

1) মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় শিক্ষার্থীরাই এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে।
2) B.A, B.Com, B.Sc এবং পলিটেকনিক কিংবা ডিপ্লোমা স্তরে পাঠরত ছাত্র ছাত্রীরাও এই TATA Scholarship 2024-র আওতায় আবেদন করতে পারবেন।

TATA Pankh Scholarship 2024 Money

জানা গিয়েছে, টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের আওতায় থাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ১০০০০ টাকা অনুদান দেওয়া হবে এবং স্নাতক স্তরে পাঠরত শিক্ষার্থীদের ১২০০০ টাকার অনুদান দেওয়া হয়। TATA Scholarship 2024 এর মাধ্যমে দেশের সকল রাজ্যের পড়ুয়াদের সুবিধার জন্য এই স্কলারশিপ প্রোগ্রাম শুরু করা হয়েছে।

TATA Scholarship 2024 Apply Documents

1) আগের পরীক্ষার মার্কশিট।
2) আধার কার্ড।
3) ভোটার কার্ড।
4) প্যান কার্ড।

5) ইনকাম সার্টিফিকেট।
6) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক পাস বুক।
7) রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
8) জাতিগত শংসা পত্র।
9) টিউশন ফি পেমেন্ট রশিদ বা কোনো একাডেমিক সার্টিফিকেট।

TATA Scholarship 2024 Apply Online Process

1) TATA Capital Scholarship এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রথমে অনলাইনে Buddy4Study পোর্টালে যেতে হবে।
2) সেখানে Apply Now অপশনে ক্লিক করতে হবে।
3) প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

4) সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলে login এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
5) সঠিক তথ্য দিয়ে Login প্রক্রিয়াটি সম্পন্ন হলেই টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের আবেদনের পেজটি চলে আসবে।
6) এরপর ওই পেজটিতে থাকা Start Application অপশনে ক্লিক করতে হবে।

Electric Bill (পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল কমবে)

7) পরবর্তীতে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত প্রকার তথ্য গুলি সঠিকভাবে পূরণ করে নথি গুলি আপলোড করে নিতে হবে।
8) এরপর সেখানে Terms and Condition এর চেক বক্সে ক্লিক করে Preview অপশনে ক্লিক করে নিতে হবে।
9) সমস্ত তথ্য এবং নথি ভালোভাবে যাচাই করে Submit অপশনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
10) আবেদনপত্রটি জমা হয়ে গেলে আবেদনকারীর ই মেইল আইডিতে একটি অ্যাপ্লিকেশন ID নম্বর মিলবে, সেটি আবেদনকারীর ভবিষ্যতের ক্ষেত্রে স্কলারশিপ স্ট্যাটাস চেক (TATA Scholarship 2024 Status Check) করতে সাহায্য করবে।

পোস্ট অফিসে GDS পদে মাধ্যমিক পাশে নিয়োগ শুরু, 25000 মাইনে প্রতিমাসে

TATA Scholarship 2024 Apply Last Date

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে হাতে এখনো বেশ কিছুদিন সময় রয়েছে। তাই কিছু পড়ুয়াদের উচিত অতি দ্রুত টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের (TATA Capital Pankh Scholarship 2024) আবেদন প্রক্রিয়া Buddy4Study-র মাধ্যমে সম্পন্ন করা। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Sampriti Bose.

Leave a Comment