Post Office Scheme: পোস্ট অফিস স্কিমে টাকা ডবল হবে! এই নিয়মে বিনিয়োগ করে ফেলুন

পোস্ট অফিসের সকল স্কিম (Post Office Scheme) দেশের সকল মানুষদের কাছে সবচেয়ে সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য এখন পর্যন্ত। এর মূল কারণ হিসাবে অনেকেই জানেন যে এটি ভারত সরকারের (Government of India). নিয়ন্ত্রণাধীন একটি আর্থিক সংস্থা হওয়ার জন্য এই টাকার সুরক্ষা দেওয়া সম্পূর্ণ রূপে সরকারের দায়িত্ব (India Post Office). এই জন্য অনেকেই চোখ বুঝে এইখানে বিনিয়োগ করে থাকে।

Post Office Scheme Investment Process

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম, ফিক্সড ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনা এই সকল স্কিম (Post Office Scheme) জনপ্রিয় হলেও অনেকেই আরও এক খুবই দরকারি স্কিম সম্পর্কে জানেনই না। আর এই স্কিমের নাম হল পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme). আর এই স্কিমে বাকি সকল স্কিমের তুলনায় অনেকটাই বেশি সুদ পাওয়া যায়।

পোস্ট অফিস সেভিং স্কিম

আর এখন অনেক মানুষ আছেন যারা নিজেদের জমানো টাকা খুব তাড়াতাড়ি ডবল করতে পছন্দ করেন। আর এই জন্যই অনেকে অনেক ধরণের ভুলভাল বা জালিয়াতির শিকার হচ্ছেন, কিন্তু আজকে আমরা এই পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যার মাধ্যমে আপনারা সুরক্ষিত ভাবে নিজেদের এই টাকা বিনিয়োগ করে ডবল রিটার্ন পেতে পারেন।

পোস্ট অফিস টাইম ডিপোজিট

এই টাইম ডিপোজিট স্কিমে ৭.৫% সুদ দেওয়া হয়ে থাকে, আর সকল গ্রাহকরা ১০০০ টাকা থেকে শুরু করে নিজেদের ইচ্ছামত টাকা বিনিয়োগ করতে পারেন এই স্কিমে এই টাকা জমানোর জন্য কোন নির্দিষ্ট লিমিট নেই। ১ বছর, ৩ বছর ও ৫ বছরের জন্য সকলে এই স্কিমে বিনিয়োগ করতে পারবে। কিন্তু বিনিয়োগের (Post Office Scheme) ওপরের সুদের যার অনেকটাই নির্ভর করছে এই স্কিমে।

এই পুরনো নোট বিক্রি করুন। ভাগ্য বদলাবে রাতারাতি

১ বছরের জন্য ৬.৯%, ৩ বছরের জন্য ৭% এবং ৫ বছরের জন্য টাকা জমা দিলে ৭.৫% হারে সুদের হার দেওয়া হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই সুদের হার (Post Office Scheme Interest Rate) সময়ে সময়ে পরিবর্তন করা হয়ে থাকে আর এই জন্য আপনারা ভালো করে এই স্কিম সম্পর্কে জেনে নিয়ে তবেই বিনিয়োগ করবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে।