এবার সামনে এলো আধার কার্ড (UIDAI Aadhaar Card) সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। একটি বিশেষ কাজ না করলে বাতিল হয়ে যেতে চলেছে আধার কার্ড। সম্প্রতি UIDAI (Unique Identification Authority Of India) এর তরফে জারি করা হয়েছে এমনই নির্দেশ। বর্তমানে ভারতীয় নাগরিকদের (Indian Citizens) কাছে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র (Government Identification Documents) হলো আধার কার্ড।
Do Aadhaar Card Update As Soon As Possible.
বিভিন্ন সরকারি কাজে তো বটেই, এমনকি বেসরকারি কাজেও এখন প্রয়োজন Aadhaar Card. তাই আধার কার্ডে যাতে সমস্ত তথ্য ঠিক থাকে সেই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আধার আপডেটের প্রয়োজন পড়ে। সম্প্রতি ইউআইডিএআই আধার কার্ড আপডেটের শেষ তারিখ বাড়িয়ে দিয়েছে আগামী ১৪ জুন ২০২৪ পর্যন্ত। এর মধ্যে পরিচয়ের প্রমাণ পত্র এবং ঠিকানার প্রমাণ পত্র আপডেট করলে তা করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
সাধারণ মানুষের কাছে আর আগামী দেড় মাস সময় রয়েছে বিনামূল্যে আধার আপডেটের জন্য। মূলত সিস্টেম আপডেটেড রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর আধার আপডেট (Aadhaar Card Update) করা জরুরি। প্রতিটি ভারতীয় নাগরিককে আধার কার্ড বানানোর জন্য অনুরোধ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। উপরন্তু যাতে আধার সংক্রান্ত জালিয়াতির ঘটনা কমে তাই আধার আপডেট করা জরুরি।
যাদের আধার কার্ড তৈরি হওয়ার পর দশ বছর কেটে গিয়েছে, তাদেরই আধার আপডেট (Aadhaar Card) করার সবথেকে বেশি প্রয়োজন। শিশুদের ক্ষেত্রে ৫ এবং ১৫ বছর বয়সে ব্লু আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেট করাটাও জরুরি। আর এই আপডেট করার সকল তথ্য সম্পর্কে আগের থেকে জেনে নিন। তাহলে ভবিষ্যতে আর কোন ধরণের চিন্তা থাকবে না।
Aadhaar Card Update Documents
1) পাসপোর্ট (Passport).
2) ড্রাইভিং লাইসেন্স (Driving License).
3) প্যান কার্ড (PAN Card).
4) ভোটার আইডি (Voter ID Card).
Aadhaar Card Biometric Update Process Online
1) প্রথমে www.uidai.gov.in অপশনে গিয়ে পছন্দ মতো ভাষা নির্বাচন করে নিতে হবে।
2) এরপর মাই আধার ট্যাবে ক্লিক করতে হবে।
3) তারপর ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করে আপডেট ইওর আধার অপশনে ক্লিক করতে হবে।
4) আপডেট আধার ডিটেলস (অনলাইন) পেজে পরিবর্তন করা হবে।
1 কোটি টাকা পাবেন LIC Jeevan Shiromani পলিসির মাধ্যমে, লটারি লাগলো দেশবাসীর!
5) এবার ডকুমেন্ট আপডেটে ক্লিক করতে হবে।
6) UID এবং ক্যাপচা দিলে একটি ওটিপি আসবে মোবাইল নম্বরে।
7) এবার ওটিপি দিয়ে লগইন করতে হবে।
8) এরপর সমস্ত তথ্য সঠিক ভাবে ফিলআপ করে সাবমিট করতে হবে। সঙ্গে জরুরি নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
9) শেষে আপডেট রিকোয়েস্ট ক্লিক করলেই Aadhaar Card Update হয়ে যাবে।
Written by Sampriti Bose.
Bank Loan নিয়ে রিজার্ভ ব্যাংকের কড়া নিয়ম। গ্রাহকরা টাকা ফেরত পাবেন! সঠিক নিয়ম জেনে নিন।