Summer Vacation – পশ্চিমবঙ্গে গরমের ছুটি বেড়ে গেল! কতদিন বাড়ল? খুশিতে উচ্ছসিত সকলে।

গরমের শুরুতেই সারা রাজ্যে ঘোষণা করা হলো গরমের ছুটির (Summer Vacation) দিনক্ষণ। এবার রাজ্যের স্কুল গুলিতে টানা ২২ দিন থাকবে গরমের ছুটি। শুধু গরমের ছুটিই নয় এই ছুটির মাঝে ভোটের ছুটিও পাবে পড়ুয়ারা। উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য রয়েছে বিশেষ ছুটি। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, যে এই বছর গরমের তীব্রতা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হবে।

West Bengal Summer Vacation 2024.

সেই চিন্তা মাথায় রেখে এবার পড়ুয়াদের গরমের ছুটি (Summer Vacation) বাড়ানো হয়েছে। গরমের ছুটির সঙ্গে যুক্ত হয়েছে ১২ দিন অর্থাৎ ভোটের জন্য স্কুল কলেজ গুলি ১২ দিন বন্ধ থাকবে। মূলত এই বছরে প্রথম দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024) শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। আর এই ভোটের সময় ভোট কেন্দ্র হিসাবে নেওয়া হয় বলে স্কুল বন্ধ রাখা হয়।

সারা পশ্চিমবঙ্গে মোট ৭ দফায় লোকসভা ভোট হবে। আর এই ভোটের কথা মাথায় রেখেই ছুটির তালিকা (Summer Vacation) নির্ধারণ করেছে পর্ষদ। পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে আগামী ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত। এই জেলা গুলিতে লোকসভা ভোট শুরু হবে ১৯ এপ্রিল থেকে। এই জন্য অনেকটাই ছুটি বৃদ্ধি হল।

School Holiday (স্কুলে ছুটি)

অপরদিকে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল গুলি বন্ধ থাকবে আগামী ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত। কারণ এই জেলা গুলিতে ভোট অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৬ এপ্রিল থেকে। একইভাবে রাজ্যে গরমের ছুটি শুরু হচ্ছে ৬ মে থেকে। রাজ্যে গরমের ছুটি (Summer Vacation) নির্ধারণ করা হয়েছে ২ জুন পর্যন্ত অর্থাৎ দিন হিসেবে শনিবার ও রবিবার ছাড়া রাজ্যে গরমের ছুটি থাকছে মোট ২২ দিন।

আধার কার্ডের পুরনো ছবি আর চলছে না? মাত্র 2 মিনিটে পাল্টে ফেলুন।

এমতাবস্থায়, উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য ভোটের কারণে এই ছুটির দিনক্ষণ কিছুটা হলেও বেশি বলা যায়। আর আগেই ছুটির তালিকা (Holiday List) অনুসারে অনেকটাই বাড়িয়ে দেওয়া হল এই গরমের ছুটি। এছাড়াও লোকসভা কেন্দ্র অনুসারে ভোটের জন্য স্কুল নেওয়ার কারণের জন্যও বেশি ছুটি থাকতে চলেছে বলে মনে করছেন অনেকে। আর এই ছুটি (Summer Vacation) গরমের জন্য বাড়ানো বা কমানো হতে পারে।
Written by Sampriti Bose.

কোন গ্যারান্টি ছাড়াই 50 হাজার টাকা দেবে মোদী সরকার। ব্যাংকে একাউন্ট থাকলেই হবে।

Leave a Comment