এবার চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৪ সালে যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) দেবে তাদের জন্য পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হলো গুরুত্বপূর্ণ গাইডলাইন। মূলত মাধ্যমিক পরীক্ষার হলে পরীক্ষার্থীদের বেশ কিছু নিয়ম কানুন মানতে হবে বলেই এই গাইড লাইনটি প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024) শুরু হতে চলেছে আগামী ২ ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
Madhyamik Exam 2024 New Guidelines.
যেহেতু পরীক্ষার আর বেশিদিন সময় নেই তাই পরীক্ষার হলে কিছু নিয়ম কানুন মেনে চলার জন্য সমস্ত গাইডলাইন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের পর্ষদের তরফ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেখানেই রয়েছে, মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) হলে পরীক্ষার্থীদের কি করা চলবে এবং কি করা চলবে না অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ গাইডলাইন।
Madhyamik Exam 2024 Guidelines List
1) মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) সময় একজন পরীক্ষার্থী অঙ্গীকারবদ্ধ থাকবে।
2) পরীক্ষা কক্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে।
3) অ্যাটেনডেন্স শিটে সই করার সময় প্রশ্ন পত্রের ক্রমিক সংখ্যা লিখতে হবে।
4) পরীক্ষা কেন্দ্রের ভিতরে অভিভাবককে নিয়ে যাওয়া যাবে না।
5) পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না।
6) পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাওয়া যাবে না।
7) পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হওয়া যাবে না।
8) পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করবো না (Madhyamik Exam).
500 টাকার নোট নিয়ে গুরুত্বপূর্ণ খবর। RBI স্পষ্ট জানিয়ে দিল।
পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024) খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার্থীরা এর জন্য তার যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু এটা তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। উল্লেখ্য, যে সকল পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উপরোক্ত গাইডলাইনগুলি পরীক্ষা হলে মানতে হবে। কোন ছাত্র বা ছাত্রী যদি মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) গাইডলাইন অমান্য করে তাহলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হতে পারে।
Written by Sampriti Bose.