সম্প্রতি কিছু দিন আগে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস পরিবর্তনের কথা আমরা শুনেছিলাম, এবারে WBCHSE – West Bengal Council Of Higher Secondary Education অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসে পরিবর্তন করা হল। ২০২৩ – ২০২৪ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুল গুলিকে পড়ুয়াদের এই সকল বিষয় নিয়ে পড়াতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সকল সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল গুলিকে এবার থেকে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইণ্টেলিজেন্স এই দুই বিষয় সকল পড়ুয়াদের পড়াশুনার অন্তর্ভুক্ত করতে হবে।
WBCHSE Include 2 New Subject In HS Exam.
কিন্তু এটি সম্পূর্ণ সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিজস্ব ইচ্ছের ওপরে নির্ভর করছে যে তারা ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইণ্টেলিজেন্স এই দুই বিষয় নিয়ে পড়ুয়াদের শিক্ষা প্রদান করতে চায় কিনা WBCHSE এর তরফে কোন ধরণের বাধ্যতামূলকভাবে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। যেই সকল বিদ্যালয় নিজেদের পড়ুয়াদের এই বিষয় পড়াতে ইচ্ছুক তারা আগামী ২ রা মে থেকে ৩০ শে জুনের মধ্যে সংসদের কাছে আবেদন করতে পারবেন। এর পরে আবেদন করা হলে সেই আবেদন কার্যকর করা হবে না এবং এই দুই বিষয় যদি কোন স্কুল নিজেদের পড়ুয়াদের পড়াতে চায়, তাহলে তাদের কিছু শর্ত মানতে হবে।
WBCHSE এর তরফে কি কি শর্ত দেওয়া হয়েছেঃ-
১) আবেদনকারী স্কুলে কম্পিউটার সায়েন্স বিষয় পড়ানোর বন্দোবস্ত থাকতে হবে।
২) বিদ্যালয়ে নির্দিষ্ট শ্রেণী কক্ষ থাকতে হবে।
৩) যে কোন একজন শিক্ষককে এই দুই বিষয়ের ওপরে দক্ষ হতে হবে।
৪) অথবা BSC, BE, B – TECH উত্তীর্ণ হতে হবে।
৫) গণিত, পদার্থ বিদ্যা বা রসায়ন বিদ্যায় পাশ করা শিক্ষক থাকলেও সেই সকল বিদ্যালয় এই দুই বিষয়ে শিক্ষা প্রদানের জন্য WBCHSE এর কাছে আবেদন জানাতে পারবেন।
৬) পাইথন প্রোগ্রামিং জানা শিক্ষক থাকলে সেই সকল বিদ্যালয় এই আবেদন জানাতে পারবে।
৭) যেই সকল বিদ্যালয় এই অনুমোদন পাবে সেই সকল বিদ্যালয় গুলিকে WBCHSE এর তরফে বিনামূল্যে ট্রেনিং প্রদান করা হবে।
৮) এই প্রয়োগ সফল হলে আগামী বছর থেকে এই দুই বিষয় উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারে বলে মনে করছেন অনেকে।
৯) কিন্তু আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই বিষয় থেকে কোন প্রশ্ন আসার সম্ভাবনা নেই।
২০২৩ – ২০২৪ সালের পরীক্ষার সিলেবাস কিভাবে শিক্ষার্থীরা দেখবে জানানো হয়েছেঃ-
১) WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর স্টুডেন্ট কর্নারে ক্লিক করতে হবে।
৩) WBCHSE সিলেবাস ২০২৩ সিলেক্ট করতে হবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল পাঠ্যক্রম আপনারা জানতে পারবেন।
৪) বাণিজ্যিক, কলা ও বিজ্ঞান বিভাগের সকল সিলেবাস আপনারা দেখে নিতে পারবেন।
Summer Vacation – অবশেষে 2 রা মে থেকে গরমের ছুটি নিয়ে বিভ্রান্তির অবসান, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।