২৪ শে মে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল বা WBCHSE HS Routine. WBCHSE (West Bengal Council Of Higher Secondary Education) বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বেলা ১২ টার সময় এই ফলপ্রকাশ করেন, এইবারে ৮৯.২৫ শতাংশ পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে, এর মধ্যে ছাত্রদের পাশের সংখ্যা ৯১.৮৬% ও ছাত্রীদের পাশের হার ৮৭.২৬%। এই বছরে প্রায় ৯ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
WBCHSE HS Routine Published.
ইতি মধ্যেই আশা করা যায় যে সকলে নিজেদের রেজাল্ট দেখে নিয়েছেন এবং এই রেজাল্টের সঙ্গেই আগামী বছরের WBCHSE HS Routine এর তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের পরীক্ষায় কিছু নতুন নিয়ম ও চমক রয়েছে। এই বছরে ১৪ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলেছিল এবং আগামী বছরে ১৬ ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
WBCHSE HS Routine 2024 দেখে নিনঃ-
১) ১৬/০২/২০২৪ – বাংলা, ইংরেজি, হিন্দি (শুক্রবার)।
২) ১৭/০২/২০২৪ – ভোকেশনাল সাবজেক্ট, অটোমোবাইল (শনিবার)।
৩) ১৯/০২/২০২৪ – ইংরেজি (সোমবার)।
৪) ২০/০২/২০২৪ – অর্থনীতি (মঙ্গলবার)।
৫) ২১/০২/২০২৪ – ফিজিক্স, নিউট্রিশন (বুধবার)।
৬) ২২/০২/২০২৪ – কম্পিউটার সায়েন্স (বৃহস্পতিবার)।
৭) ২৩/০২/২০২৪ – কমার্শিয়াল ল (শুক্রবার)।
WBCHSE HS Result কোন কোন ওয়েবসাইট থেকে দেখবেন জানুনঃ-
1) www.wbresults.nic.in.
2) www.indiaresults.com.
3) www.liveresults.jagranjosh.com.
4) www.results.siksha.
5) www.technoindiagroup.com.
6) www.bengali.abplive.com.
7) www.bengali.news18.com.
8) www.anandabazar.com.
9) www.sangbadpratidin.in.
10) www.bangla.hindustantimes.com.
11) www.indiatoday.in.
12) www.fastresult.in.
13) www.aajkal.in.
14) “WBCHSE Results 2023” এই অ্যাপের মাধ্যমে আপনারা এই রেজাল্ট দেখে নিতে পারবেন।
সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে PB Tech News এর সকল সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সকলে ভালো থাকবেন ও ভালো রাখবেন ও আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনার মাধ্যমে আজকের এই আলোচনা শেষ করছি, ধন্যবাদ।
WBCHSE HS Result – উচ্চমাধ্যমিকে পাশের হার কত? উচ্চমাধ্যমিক ফলপ্রকাশের আগে গুরুত্বপূর্ণ ঘোষণা।
পরীক্ষার তারিখে কোন ধরণের পরিবর্তন হলে সকলকে জানিয়ে দেওয়া হবে এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।