দীর্ঘ অপেক্ষার অবসান উচ্চমাধ্যমিক রেজাল্ট বা WB HS Result 2023 এর ফলপ্রকাশ করলেন WBCHSE (West Bengal Board Of Higher Secondary Education) বা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার ৫৭ দিনের মাথায় এই ফল প্রকাশ করা হল এবং ১৪ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলেছিল। এইবারে ৮ লক্ষ ৫০ হাজারের বেশি পড়ুয়ারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ১২.৩০ থেকে এই রেজাল্ট দেখা যাবে, এই প্রথমবারের জন্য QR কোড ব্যবহার করা হয়েছে।
WB HS Result 2023 Published By WBCHSE President.
পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর প্রথমে রয়েছে। WB HS Result 2023 এর পাশের হার ৮৯.২৫ শতাংশ, ছেলেদের পাশের হার ৯১% ও মেয়েদের পাশের হার ৮৬%। ২০২৪ সালের একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার দায়িত্ব বিদ্যালয়ের ওপরের থাকবে। পরেরবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পাল্টানো হয়েছে। ৩১ শে মে মার্কসিট বিলি করা হবে।
WB HS Result 2023 মেধা তালিকায় ৮৬ জন রয়েছে, শুভ্রাংশু সরকার প্রথম হয়েছে প্রাপ্ত নম্বর ৪৯৬ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দ্বিতীয় সুষমা খান ও আবু সামা প্রাপ্ত নম্বর ৪৯৫, তৃতীয় চন্দ্রবিন্দু মাইতি, অনুসুয়া সাহা, পিয়ালি দাস, শ্রেয়া মল্লিক প্রাপ্ত নম্বর ৪৯৪, চতুর্থ সৃজিতা বসাক ও নরেন্দ্র বন্ধ্যোপাধ্যায় প্রাপ্ত নম্বর ৪৯৩। মোট ৮৭ জন মেধা তালিকায় জায়গা পেয়েছে। মেধা তালিকায় মোট ১৮ জন হুগলী থেকে রয়েছেন এবং কলকাতা থেকে ৩ জন।
WB HS Result 2023 কোন কোন ওয়েবসাইট থেকে দেখবেন জানুনঃ-
1) www.wbresults.nic.in.
2) www.indiaresults.com.
3) www.liveresults.jagranjosh.com.
4) www.results.siksha.
5) www.technoindiagroup.com.
6) www.bengali.abplive.com.
7) www.bengali.news18.com.
রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
8) www.anandabazar.com.
9) www.sangbadpratidin.in.
10) www.bangla.hindustantimes.com.
11) www.indiatoday.in.
12) www.fastresult.in.
13) www.aajkal.in.
14) “WBCHSE Results 2023” এই অ্যাপের মাধ্যমে আপনারা এই রেজাল্ট দেখে নিতে পারবেন।
WBCHSE HS Result – প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কতো শতাংশ পাশ? সবার আগে দেখে নিন।
সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে PB Tech News এর সকল সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সকলে ভালো থাকবেন ও ভালো রাখবেন ও আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনার মাধ্যমে আজকের এই আলোচনা শেষ করছি, ধন্যবাদ।