কবে হবে বৃষ্টি? এই প্রশ্ন সকল বঙ্গবাসির মনে ঘুরপাক খাচ্ছে, আর এই বিষয় (Weather Forecast) নিয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য আবহাওয়া দফতরের দিকে তাকিয়ে সকলে। ইতি মধ্যেই এই তীব্র গরমের কারণে ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য সোমবার থেকে রাজ্যের সকল স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু আগামী ৪ – ৫ দিন এই একই রকমের আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। বিগত রবিবারে রাজ্যের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গেছিলো।
Weather Forecast সম্পর্কে কি জানালো হাওয়া অফিস।
আবার কোন কোন জায়গায় দুপুরের তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি পার করে গেছিলো এই Weather Forecast নিয়ে চিন্তিত সকলে। এই বেজায় গরমের ফলে বেলা বাড়লে ঘর থেকে বের হওয়া এক কথায় মুশকিল হয়ে যাচ্ছিল। এছাড়াও এই তীব্র গরমের ফলে অনেক মানুষের শরীর খারাপের সম্ভাবনাও রয়েছে। কিন্তু রাজ্যবাসির এই সকল চিন্তা ভাবনা দূর করার জন্য আলিপুর আবহাওয়া দফতরের তরফে খুশির খবর শোনানো হল।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে (Weather Forecast) আগামী শনিবার থেকে দক্ষিণ বঙ্গের সকল জেলায় ঝড় – বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবারের আগেই উত্তরবঙ্গের সকল জেলায় ঝড় – বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এর ফলে রাজ্যের সকল নাগরিকেরা এই হাঁসফাঁস গরম থেকে রক্ষা পাবেন। এই খবরের ফলে খুশি আম জনতা থেকে সকলে। কিন্তু এবার দেখার অপেক্ষা যে এই স্বস্তি কতদিন বজায় থাকে।
তীব্র গরম থেকে কিভাবে রক্ষা পাবেন দেখুন (Weather Forecast):-
১) বিনা কোন প্রয়োজন ছাড়া বেলা ১১ – ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে বেরবেন না।
২) পর্যাপ্ত পরিমাণে জল খান।
৩) বেশি শরীর খারাপ লাগলে নিকটবর্তী কোন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন।
৪) এবার দেখার অপেক্ষা যে আবহাওয়া দফতরের তরফে দেওয়া Weather Forecast অনুযায়ী বৃষ্টি হয় কিনা।
৫) বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্ক ও কাটা ফল খাওয়া এড়িয়ে চলুন।
৬) লেবুর সরবত, আখের রস এই সকল পানীয় বেশি পরিমাণে সেবন করুন।
এই Weather Forecast নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।
ব্যাংক লোন নিয়েছেন? EMI নিয়ে আর ব্যাংকের দাদাগিরি নয়। নতুন আইন আনলো রিজার্ভ ব্যাংক।