তীব্র গরম থেকে মুক্তি পাওয়া যাবে এমনই আশার খবর শোনালো হাওয়া অফিস (Weather Update). কিছু দিন ধরে সকাল বেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। কিন্তু বিকালে বৃষ্টি ও হাওয়া দেওয়ার জন্য রাতের তাপমাত্রা ৩ – ৫ ডিগ্রি পর্যন্ত কমে যাচ্ছিল কিন্তু পুনরায় পরের দিন পুনরায় গরম পরে যাচ্ছিল, এই গরম থেকে কিছুতেই মুক্তি পাওয়া যাচ্ছিল না। এবারে আবহাওয়া দফতরের তরফে গরম থেকে মুক্তির সুখবর শোনানো হল বঙ্গবাসিদের উদ্দেশ্যে। ঘূর্ণিঝড় মোচার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়েছিল।
Weather Update In My Location Today.
কিন্তু আজ ও কাল আবহাওয়া (Weather Update Today) কেমন থাকবে এই নিয়ে কিছু খবর পাওয়া যাচ্ছে। আজকে অর্থাৎ শনি ও রবিবার আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যের দিকে কালবৈশাখীর সঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে কিছু সময়ের জন্য গরম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই নিয়ে সরকার ও আবহাওয়া দফতরের তরফে সকলকে সাভধানে থাকার জন্য সতর্ক করা হয়েছে।
Today Weather Update আজকে রাজ্যের ১৯ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই সঙ্গে কয়েক কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহাওয়ার অনিয়মের ফলে জ্বর, সর্দি, কাশির উপদ্রব অনেকটাই বেড়েছে। শুধুমাত্র বাচ্চারাই নয় সকল প্রবীণ নাগরিকেরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন Weather Update (Kolkata). এই সমস্যা থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সেই সম্পর্কে জেনে নিন।
তীব্র গরম থেকে কিভাবে রক্ষা পাবেন দেখুন (Weather Update Tomorrow):-
১) বিনা কোন প্রয়োজন ছাড়া বেলা ১১ – ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে বেরবেন না।
২) পর্যাপ্ত পরিমাণে জল খান।
৩) বেশি শরীর খারাপ লাগলে নিকটবর্তী কোন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন।
৪) এবার দেখার অপেক্ষা যে আবহাওয়া দফতরের তরফে দেওয়া Weather Forecast অনুযায়ী বৃষ্টি হয় কিনা।
৫) বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্ক ও কাটা ফল খাওয়া এড়িয়ে চলুন।
৬) লেবুর সরবত, আখের রস এই সকল পানীয় বেশি পরিমাণে সেবন করুন।
এই আবহাওয়ার খবর (Weather Update In My Location Today) নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।